জরুরি নির্দেশ জারি করল RBI! ১০০ টাকার নোট নিয়ে দেশবাসীর জন্য বড় সতর্কতা
- FB
- TW
- Linkdin
বর্তমানে দেশের ব্যবহৃত নোটের মধ্যে সবচেয়ে বড় নোট হল ৫০০ টাকা।কিন্তু দেশের সবচেয়ে ব্যবহৃত নোট হল ১০০ টাকা।
দেশবাসীর জন্য আরবিআই এই ১০০ টাকার নোটের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে।
আর এই বিশেষ সতর্কতা হল, দেশজুড়ে জাল ১০০ টাকার নোট ছড়িয়ে পড়েছে।
২০০০ নোটেরও একই অবস্থা হয়েছিল। আর এখন ১০০ নয় ৫০০ টাকার জাল নোটও রয়েছে। তবে সবচেয়ে বেশি ১০০ টাকার নোট ব্যবহার হয় বলে আরবিআই এই নোট ব্যবহারের ক্ষেত্রে বিষেয সতর্কতা জারি করেছে।
১০০, ৫০০ এর জাল নোট এতটাই ছড়িয়ে পড়েছে, যার জেরে চিন্তা বাড়ছে। এই কারণেই আরবিআই এই ১০০ টাকার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে।
সেই সঙ্গে নকল নোট চেনার বিশেষ কিছু টিপসও দিয়েছে যাত দেশবাসী সহজেই জাল নোট চিনতে পারে।
এই বিষয়গুলো জানলেই সহজেই চিনতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল নোট।
এই জাল নোট এমনভাবেই তৈরি করেছে প্রতারকরা যা খুঁটিয়ে না দেখলে চেনা দায়।
আসল ১০০ টাকার নোটের ওয়াটার মার্কের পাশে একটি ফুলেক নকশা করা আলোর দিকে এই নোট ধরলে এই নকশা করা ফুলের মধ্যে ১০০ টাকা লেখা দেখা যায়।
এছাড়া নোটের সিকিউরিটি থ্রেডে আরবিআই লেখা ফুটে উঠবে। বিভিন্ন দিকে থেকে দেখলে এই রং নীল ও সবুজই দেখাবে। এমনকী গান্ধীজির ছবির মধ্যেও আরবিআই ও ১০০ টাকা লেখা দেখতে পাবেন।