- Home
- India News
- RBI: ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র, সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ফের কি বাতিল হচ্ছে নোট?
RBI: ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র, সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ফের কি বাতিল হচ্ছে নোট?
RBI ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। ৩০শে সেপ্টেম্বরের মধ্যে দেশের ৭৫% ATM-এ ১০০ এবং ২০০ টাকার নোট পাওয়া যাবে। এই নিয়ম সারা দেশ জুড়ে কার্যকর হবে।

ফের সাধারণের জন্য বড় চমক। ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল RBI।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ককে ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে দেওয়া হল বিশেষ নির্দেশ। যে কাজ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।
এই নিয়ম কার্যকরী হবে সারা দেশ জুড়ে। নয়া নির্দেশ অনুসারে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৭৫ শতাংশ এটিএম-এ ১০০ ও ২০০ টাকার নোট মিলবে।
সংবাদসংস্থা সূত্রে খবর, সেপ্টেম্বর ৩০ আসার আগেই এই কাজের প্রায় বেশিরভাগটা সম্পন্ন হয়েছে। অর্থাৎ দেশের ৭৩ শতাংশ এটিএমে ১০০ বা ২০০ টাকার নোট পাওয়া যাচ্ছে।
ভারতের সবচেয়ে বড় ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থা সিএমএস ইনফোসিস্টেম দেশের ২ লক্ষ ১৫ হাজারের মধ্যে ৭৩ হাজার এটিএম-এ ক্যাশ ম্যানেজের দায়িত্বে রয়েছে।
তারা বলছে এই সংখ্যাটা ডিসেম্বরে ছিল ৬৫ শতাংশ।
২০২৫ সালের এপ্রিলে আরবিআই একটি নির্দেশিকা জারি করে, যেখানে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৭৫ শতাংশ এটিএম থেকে যাতে ১০০ ও ২০০ টাকার নোট পাওয়া যায়।
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক যাইছে দেশের প্রান্তিক মানুষদের হাতেও যাতে ১০০ বা ২০০ টাকার নোট পৌঁছায়।
আর এই নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ দেশের ৯০ শতাংশ এটিএমে ১০০ থেকে ২০০ টাকার নোট পাওয়া যাবে।
২০২৫ সালের এপ্রিলে আরবিআই একটি নির্দেশিকা জারি করে, যেখানে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ব্যাঙ্কের আসছে পরিবর্তন।

