Viral Video: কাঁচ ভেঙে মাথা গলিয়ে এসউভি থেকে লুঠ লক্ষ লক্ষ টাকা, দেখুন ভিডিও

দাঁড়িয়ে থাকা একটা এসউভি-র কাঁচ ভেঙে ১৩ লক্ষ টাকা ডাকাতি। বেঙ্গালুরুতে একটি এসউভির কাঁচ ভেঙে লুঠ করা হল এই টাকা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য।

 

/ Updated: Oct 23 2023, 05:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দাঁড়িয়ে থাকা একটা এসউভি-র কাঁচ ভেঙে ১৩ লক্ষ টাকা ডাকাতি। বেঙ্গালুরুতে একটি এসউভির কাঁচ ভেঙে লুঠ করা হল এই টাকা। দুই ব্যক্তি প্রথমে ওই গাড়ির পাশে দাঁড়ায়। দুই অভিযুক্ত একটি বাইকে করে এসে প্রথমে কাঁচ ভাঙে। একজন জানলা দিয়ে ভিতরে ঢুকে বের করে আনে বেশ কয়েকটা প্লাস্টিক। জানা যায় তাতে ১৩ লক্ষ টাকা ছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। দেখুন সেই ভিডিও।