- Home
- India News
- ট্রেন নিয়ে ভুল ঘোষণাতেই পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, রেলের দাবি উড়িয়ে তদন্ত রিপোর্ট RPF-এর
ট্রেন নিয়ে ভুল ঘোষণাতেই পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, রেলের দাবি উড়িয়ে তদন্ত রিপোর্ট RPF-এর
নতুন দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। এই অবস্থায় রেল পুলিশ বা আরপিএফ স্টেশনে দুর্ঘটনার তদন্ত নিয়ে রিপোর্ট পেশ করল।

নতুন দিল্লি স্টশন পদপিষ্ট
নতুন দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। এই অবস্থায় রেল পুলিশ বা আরপিএফ স্টেশনে দুর্ঘটনার তদন্ত নিয়ে রিপোর্ট পেশ করল।
দুর্ঘটনার কারণ কী
নতুন দিল্লি স্টেশনে দুর্ঘটনার কারণ কী - তা জানতেই রেল পুলিশ তদন্ত করেছিল। সেই রিপোর্টই রেলের দফতরে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও রেলের রক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি।
দুর্ঘটনার কারণ
আরপিএফ-এর রিপো্ট অনুযায়ী রেলের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। রেলের ভুল অ্যানাউন্সমেন্টের জন্যই এই দুর্ঘটনা বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।
আরপিএফ-এর রিপোর্টে দাবি
শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ঘোষণা করা হয়, নয়াদিল্লি স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজমুখী কুম্ভ স্পেশ্যাল ট্রেন আসছে। কিন্তু কিছু সময় পরে বলা হয় ট্রেনটি ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসছে।
ট্রেনের অপেক্ষা প্রচুর যাত্রী
ওই সময়েই নয়াদিল্লি স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মগধ এক্সপ্রেস। আর ১৫ নম্বরে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস।
প্রয়াগরাজ এক্সপ্রেসের অপেক্ষায়
প্রয়াগরাজ এক্সপ্রেস ধরার জন্য ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।
কুম্ভ স্পেশালের ঘোষণা
কুম্ভ স্পেশ্যাল ট্রেন আসার ঘোষণা হওয়ার পরেই ১২-১৩ এবং ১৪-১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার চেষ্টা করেন যাত্রীদের একাংশ
হুড়োহুড়িতে দুর্ঘটনা
একই সময়ে দু’টি ওভারব্রিজের সিঁড়ি ধরে নামছিলেন মগধ এক্সপ্রেস, উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এবং প্রয়াগরাজ এক্সপ্রেসের যাত্রীরা। হুড়োহুড়ির মধ্যে অনেকেই সিঁড়িতে পড়ে যান। কেউ কেউ চোটও পান। আহত যাত্রীদের মাড়িয়েই দৌড়োদৌড়ি শুরু করে দেন অন্য যাত্রীরা।
রেলের দাবি
আগেই রেলের পক্ষে বলা হয়েছিল এর আগে রেলের তরফে জানানো হয়েছিল, পদপিষ্টের ঘটনার নেপথ্যে কোনও ভুল ঘোষণা ছিল না। যদিও আরপিএফ-এর রিপোর্টে রেলের দাবি নস্যাৎ করা হয়েছে।
রেলের দাবি
নয়াদিল্লি স্টেশন উত্তর রেলওয়ের অধীনে পড়ে। উত্তর রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনা নিয়ে প্রত্যেকটি বিভাগকেই আলাদা আলাদা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। যে যার মত করে রিপোর্ট দিয়েছে। সবকিছুই খতিয়ে দেখা হবে।