বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, 'বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ইচ্ছেকৃতভাবে ২০২৪ সালের ডিসেম্বরে আমার মার্কিন সফর সম্পর্কে মিথ্যা কথা বলেছিলেন। 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে উত্তাল ভারতীয় সংসদ (Parliament)। অভিযোগ- পাল্টা অভিযোগের পাল চলছেই। রাহুল গান্ধীর (Rahul Gandhi) অভিযোগের পরই পাল্টা তোপ দাগলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি গিয়েছিলেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। দুই দিনের আমেরিকা সফরে মার্কিন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। এদিন রহুল গান্ধীর কথা মিথ্যা বলেও দাবি করেছেন এস জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, 'বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ইচ্ছেকৃতভাবে ২০২৪ সালের ডিসেম্বরে আমার মার্কিন সফর সম্পর্কে মিথ্যা কথা বলেছিলেন। আমি বাইডেন প্রশাসনের সেক্রেটারি অব স্টেট ও এনএস-এর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এছাড়াও আমাদের কনসাল জেনারেলের একটি মাবেশে সভাপতিত্ব করেছিলাম।' তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্মানে কোনও আমন্ত্রণ জানান হয়নি। তিনি আরও জানিয়েছেন, 'এটা খুব সাধারণ যে আমাদের প্রধানমন্ত্রী এজাতীয় কোনও অনুষ্ঠানে যোগদান করেন না। আসলে ভারত সাধারণত বিশেষ দূতের মাধ্যমেই এজতীয় অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করে।' তিনি আরও বলেন রাহুল গান্ধীর এজাতীয় মন্তব্য বিদেশে দেশের ভাবমূর্তি খুন্ন ররছেন। এস জয়শঙ্করের মতে, 'রাজনৈতিক উদ্দেশ্যে রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন। কিন্তু তারা বিদেশে দেশের ক্ষতি করছে।'

অন্যদিকে রাহুল গান্ধী যখন এস জয়ঙ্করের বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেছিলেন সেই সময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী বলেন, ডোনাল্ড ট্রাম্পে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠান হয়েছিল। লক্ষ্য ছিল একটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি মার্কিন আমন্ত্রণ নিশ্চিত করা। রাহুল গান্ধীর এই মন্তব্যের পরই সাংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে তীব্র প্রতিবাদ জানান হয়। তিনি বলেছেন, দেশের বিদেশ নীতির সঙ্গে যুক্ত এজাতীয় অপ্রমাণিত বিবৃতি কোনও দায়িত্ববান সাংসদ দিতে পারেন না।

রাহুল গান্ধী এদিন ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রতিবাদ তাঁকে দমাতে পারেনি। রাষ্ট্রপতির ভাষণেরও তীব্র সমালোচনা করেন রাহুল দান্ধী। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ গতবার আর তার আগেরবার তিনি মন দিয়ে শুনেছিলেন। তারপরই তিনি বলেন, 'রাষ্ট্রপতির ভাষণ সরকারের একটি লন্ড্রির তালিকা ছিল যা যা সরকার করেছে।' তিনি আরও বলেন, দেশের বেকার সমস্যা মোকাবিলা করতে ব্যর্থ মোদী সরকার। তিনি বলেন, কর্মসংস্থান নিয়ে মোদী সরকার দেশের বেকার তরুণ-তরুণীদের স্পষ্ট উত্তর দিতে পারছে না।

রাহুল গান্ধী আরও বলেন, দেশের জিডিপি নামতে শুরু করেছে। ২০১৪ সলে ছিল ১৫.৩ শতাংশ। বর্তমানে তা নেমে হয়েছে ১২.৬ শতাংশ। তিনি বলেন, ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্প। তাঁর কথায় 'আমি প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি না। এটা বলা ঠিক হবে না যে তিনি চেষ্টা করেছেননি। মেক ইন ইন্ডিয়া একটি ভাল ধারনা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ব্যর্থ হয়েছেন।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।