১ লক্ষ ৬০ হাজার টাকা! অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের বেতন শুনলে চোখ কপালে উঠবে
আগামী ২০২৬ সালের মধ্যে অষ্টম বেতন পে কমিশন লাগু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর নতুন পে কমিশন লাগু হওয়া মানেই হল বেতনে ব্যাপক বৃদ্ধি। নতুন পে কমিশন লাগু হলে কোন লেভেলের কর্মচারীদের কত টাকা অবধি বেতন বাড়বে?
- FB
- TW
- Linkdin
)
প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি কেন্দ্র সরকার অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) লাগু করার বিষয়ে অনুমোদন দিয়েছে।
এর ফলে স্বাভাবিকভাবেই খুশির জোয়ারে ভাসছেন কেন্দ্রের কোটি কোটি সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা।
আগামী ২০২৬ সালের মধ্যে অষ্টম বেতন পে কমিশন লাগু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর নতুন পে কমিশন লাগু হওয়া মানেই হল বেতনে ব্যাপক বৃদ্ধি।
এখন সকলে মনে একটাই প্রশ্ন বারবার চাগার দিচ্ছে যে নতুন পে কমিশন লাগু হলে কোন লেভেলের কর্মচারীদের কত টাকা অবধি বেতন বাড়বে? আপনিও কি একজন সরকারি কর্মচারী?
জেনে নিন কত টাকা বেতন পাবেন কোন শ্রেণীর কেন্দ্রীয় সরকারি কর্মচারি
অষ্টম বেতন কমিশনের ফলে উপকৃত হবেন ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ২০২৫ সালে একটি নতুন বেতন কমিশন গঠনের ফলে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে সময়মতো সুপারিশগুলি প্রাপ্তি নিশ্চিত করবে।
অষ্টম বেতন কমিশনে ২.৫৬ থেকে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করার জন্য কেন্দ্রীয় কর্মচারী এবং সংস্থাগুলি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে।
যদি ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কিত অষ্টম বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করা হয়, তাহলে কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫১, ৪৮০ টাকা হবে। আসুন লেভেল অনুযায়ী কার কত বেতন বাড়বে জেনে নেবেন।
বর্তমানে, সপ্তম বেতন কমিশনের অধীনে লেভেল ১ কেন্দ্রীয় কর্মচারীরা সর্বনিম্ন ১৮, ০০০ টাকা বেতন পান। একই সময়ে, যদি অষ্টম বেতন কমিশন কার্যকর হয় তবে ২. ৮৬ এর ফিটমেন্ট অনুসারে তার বেতন হবে ৫১, ৪৮০ টাকা হবে।
বর্তমানে, লেভেল ২ কর্মচারীর সর্বনিম্ন বেতন ১৯, ৯০০ টাকা, যা অষ্টম বেতন কমিশনের পরে ১৯, ৯০০x ২. ৮৬ টাকা = ৫৬, ৯১৪ টাকা বৃদ্ধি পাবে।
লেভেল ৩-এর কর্মীদের বেতন এখন ২১, ৭০০ টাকা। নতুন বেতন পে কমিশন লাগু হওয়ার পর পাবেন ৬২, ০৬২ টাকা।
বর্তমানে, লেভেল ৪ কর্মচারীর সর্বনিম্ন বেতন ২৫, ৫০০ টাকা, যা অষ্টম বেতন কমিশনের পরে ৭২,৯৩০ টাকা বৃদ্ধি পাবে।
বর্তমানে, লেভেল ৫ কর্মচারীর সর্বনিম্ন বেতন ২৯, ২০০ টাকা, যা অষ্টম বেতন কমিশনের পরে ৮৩, ৫১২ টাকা বৃদ্ধি পাবে।
বর্তমানে, লেভেল ৬ কর্মচারীর সর্বনিম্ন বেতন ৩৫, ৪০০ টাকা, যা অষ্টম বেতন কমিশনের পরে ১, ০১,২২৪ টাকা বৃদ্ধি পাবে।
লেভেল ৭- এর কর্মীরা বর্তমানে ৪৪, ৯০০ টাকা বেতন পাচ্ছেন। কিন্তু আগামী দিনে অষ্টম বেতন পে কমিশনে তাঁরা ১, ২৮, ৪১৪ টাকা বেতন পাবেন।
বর্তমানে, লেভেল ৮ কর্মচারীর সর্বনিম্ন বেতন ৪৭, ৬০০ টাকা, যা অষ্টম বেতন কমিশনের পরে ১,৩৬, ১৩৬ টাকা বৃদ্ধি পাবে।
বর্তমানে, লেভেল ৯ কর্মচারীর সর্বনিম্ন বেতন ৫৩,১০০ টাকা, যা অষ্টম বেতন কমিশনের পরে ১, ৫১, ৮৬৬ টাকা বৃদ্ধি পাবে।
বর্তমানে, লেভেল ১০ কর্মচারীর সর্বনিম্ন বেতন ৫৬,১০০ টাকা, যা অষ্টম বেতন কমিশনের পরে ১,৬০,৪৪৬ টাকা বৃদ্ধি পাবে।