- Home
- India News
- ৩ বছরে স্কুলে ভর্তির সংখ্যা ৫০ লক্ষ কমেছে, কেন্দ্রীয় রিপোর্টে স্পষ্ট সরকারি স্কুলে হতশ্রী দশা
৩ বছরে স্কুলে ভর্তির সংখ্যা ৫০ লক্ষ কমেছে, কেন্দ্রীয় রিপোর্টে স্পষ্ট সরকারি স্কুলে হতশ্রী দশা
পরপর তিন বছর। দ্রুত কমছে স্কুলে ভর্তির সংখ্যা। যা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশের শিক্ষাবীদদের মধ্যে। রাজ্য সরকারি শিক্ষায় অগ্রগতি ও স্কুল ছুটের সংখ্যা কমাতে মিড-ডে মিল চালু রেখেছে।

স্কুলে ভর্তির সংখ্যা কমছে
পরপর তিন বছর। দ্রুত কমছে স্কুলে ভর্তির সংখ্যা। যা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশের শিক্ষাবীদদের মধ্যে। রাজ্য সরকারি শিক্ষায় অগ্রগতি ও স্কুল ছুটের সংখ্যা কমাতে মিড-ডে মিল চালু রেখেছে। স্কুলে পোশাক,. সাইকেলও বিলি করছে। একাধিক ভাতাও দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও ভর্তির সংখ্যা কমছে। তবে শুধু সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুলে এই ছবি নয়, বেসরকারি ক্ষেত্রেও স্কুলে ভর্তির সংখ্যা কমছে। তেমনই বলছে কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট।
গোটা দেশেই এক ছবি
তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই ছবিটা প্রায় প্রায় এক। প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত জেলা ভিত্তিক তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি করেছে শিক্ষামন্ত্রক। তাতেই দেখা যাচ্ছে গত তিন বছরে পড়ুয়া ভর্তির সংখ্যা হুহু করে নিচের দিকে নামছে।
পড়ুয়া ভর্তির সংখ্যা কমছে
কেন্দ্রীয় সরকারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,২০২২-২৩ বর্ষে স্কুলে পড়়ুয়া ভর্তির সংখ্যা ছিল ২৫.১৮ কোটি। ২০২৩-২৪ সালে দেশে স্কুল পড়ুয়ার ভর্তির সংখ্যা ছিল ২৪.৮০ কোটি। ২০২৪-২৫ বর্ষে তা দাঁড়িয়েছিল ২৪.৬৯ কোটি। অর্থাৎ এক বছরে পড়ুয়া ভর্তির সংখ্যা কমেছিল ১১ কোটি।
তিন বছরে কমছে ভর্তির সংখ্যা
রিপোর্ট অনুযায়ী ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্কুলে ভর্তির সংখ্যা একধাক্কায় কমেছে ৫০ লক্ষ। সরকারি, বেসরকারি ও সরকার পোষিত - সব স্কুলগুলিতেই পড়ুয়া ভর্তির সংখ্যা কমেছে।
বেহাল অবস্থা সরকারি ও সরকার পোষিত স্কুলের
রিপোর্ট বলছে, ভর্তি মূলত কমেছে সরকারি এবং সরকার পোষিত স্কুলে। ২০২২-’২৩ সালে সরকারি এবং সরকার পোষিত স্কুলে ভর্তির সংখ্যা যেখানে ১৩.৬২ শতাংশ ছিল, ২০২৪-’২৫ বর্ষে তা কমে হয়েছে ১২.১৬ কোটি। তবে ভর্তি বেড়েছে বেসরকারি স্কুলে। ২০২২-’২৩ বর্ষে ৮.৪২ কোটি থেকে বেড়ে ৯.৫৯ কোটি হয়েছে ২০২৪-’২৫ বর্ষে।
বন্ধ হচ্ছে সরকারি স্কুল
দেশের স্কুল পড়ুয়াদের ৩৯% পড়াশুনা করে করে বেসরকারি স্কুলে। রিপোর্টে বলা হয়েছে বেসরকারি স্কুলের সংখ্যা ৪৮ হাজার বেড়েছে ২০২৪-২৫ বর্ষে। অন্যদিকে ৫০ হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এই পর্বে।

