- Home
- India News
- School Holidays: চলতি সপ্তাহ জুড়ে একাধিক উৎসব, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, রইল তালিকা
School Holidays: চলতি সপ্তাহ জুড়ে একাধিক উৎসব, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, রইল তালিকা
অগাস্ট মাসে রাখি বন্ধন, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী সহ একাধিক উৎসবের জন্য স্কুল ও ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে। গণেশ চতুর্থী এবং ওনম উৎসব উপলক্ষে ২৭ অগাস্ট বিভিন্ন রাজ্যে স্কুল, কলেজ এবং ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই তালিকা দেখে নিন।

গোটা অগাস্ট জুড়ে চলছে একাধিক উৎসব। রাখি বন্ধন থেকে শুরু করে স্বাধীনতা দিবস। তেমনই এই মাসেই ছিল জন্মাষ্টমীও। এরই সঙ্গে অগাস্টেই পালিত হবে গণেশ চতুর্থী। গোটা অগাস্ট জুড়ে একাধিক দিন বন্ধ ছিল স্কুল ও ব্যাঙ্ক। দেখে নিন ছুটি পাবেন কোন কোন রাজ্যের বাসিন্দারা।
এবার এই সপ্তাহেও মিলবে বাড়তি ছুটি। চলতি সপ্তাহে ২৭ অগাস্ট পড়েছে গণেশ চতুর্থী। যে কারণে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাঙ্ক। জেনে নিন এই তালিকায় আছে কোন কোন রাজ্য। বাংলায় কি বন্ধ থাকবে সমস্ত স্কুলগুলো?
জানা গিয়েছে, গণেশ চতুর্থী-র কারণে গোয়া, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তেমনই বাংলাতেও সমস্ত সরকারি স্কুলে আছে গণেশ চতুর্থীর ছুটি। ফলে শনি রবিবার ছাড়াও বাড়তি ছুটি মিলবে এই রাজ্যে।
তেমনই গণেশ চতুর্থী ছাড়াও ২৭ অগাস্ট পালিত হবে ওনম উৎসব। কেরলের এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। সে কারণে কেরল সরকার আগে থেকেই এই দিন সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। সেই সঙ্গে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি দফতরেও।
স্কুল ছাড়াও ২৭ অগাস্ট গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, হায়দরাবাদ, গোয়া, অন্ধ্রপ্রদেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে ২৫ অগাস্ট গৌহাটি (আসাম)-এ বন্ধ রয়েছে সমস্ত ব্যাঙ্ক। সেখানে পালিত হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি।

