Streaming Applications Bann News: দেশে ফের নিষিদ্ধ একাধিক অ্যাপ-ওয়েবসাইট। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Streaming Applications Bann News: বিতর্কিত ছবি, ভিডিয়ো এবং বিজ্ঞাপন দেখানোর অভিযোগ। যার জন্য সমাজে ছোটো-ছোটো ছেলেমেয়েদের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতা। আর এই প্রবণতা ঠেকাতে এবার ভারতে বন্ধ করে দেওয়া হল ২৫টি অ্যাপ-ওয়েবসাইট। সরকারি সূত্রে খবর, যে সমস্ত ওয়েবসাইট নিষিদ্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেগুলির বিরুদ্ধে উঠেছে ভারতের তথ্য সম্প্রচার আইন ভাঙার মতো গুরুত্বর অভিযোগ। কেন্দ্রের 'আইটি' রুল মানছিল না এই সব সংস্থা। তার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ভারতে কোন কোন অ্যাপ নিষিদ্ধ করে দেওয়া হল (Social App Bann In India):-
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে দেশে নিষিদ্ধ করা হয়েছে এই Ullu, ALTT, Desiflix, Big Shots সহ মোটি ২৫টি অ্যাপ এবং ওয়েবসাইটকে। সরকারি সূত্রে খবর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কারণ, এই অ্যাপগুলোর মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়াচ্ছিল নানারকম অশালীন ভিডিয়ো-বিজ্ঞাপন। যেগুলি কুরুচিপূর্ণ। এই বিষয়ে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের দফতরে জমা পড়ছিল একাধিক অভিযোগ। সেখানে দাবি করা হয়েছিল যে, এই ওয়েবসাইটগুলি নানারকম ওয়েব সিরিজের আড়ালের প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো দেখাচ্ছে। চলছে প্রাপ্ত বয়স্কদের কন্টেন্টের প্রচার। এই নিয়ে বারংবার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপের সিদ্ধান্ত।
এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল অশ্লীল সামগ্রীর সহজলভ্যতা রোধ করা। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের কাছে এবং ডিজিটাল সামগ্রী যাতে শালীনতা এবং আইনের সীমার মধ্যে থাকে তা নিশ্চিত করা। শুক্রবার এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করার আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA), নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় (MWCD), ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY), আইন বিষয়ক বিভাগ (DoLA), FICCI এবং CII-এর মতো শিল্প সংস্থা এবং নারী অধিকার ও শিশু অধিকার বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে একটি সরকারি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে- তথ্য প্রযুক্তি আইন ২০০০ এবং তথ্য প্রযুক্তি বিধি ২০২১ এর বিধান ব্যবহার করে, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং অ্যাপগুলিতে অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি তরফে এই অ্যাপগুলি নিষিদ্ধ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। কারণ, এর আগে তিনি Ullu অ্যাপে আজাজ খানের রিয়েলিটি শো-এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন।
শুক্রবার এই প্ল্যাটফর্মগুলি ব্যান হওয়ার পর সরকারের প্রশংসা করেছেন শিবসেনা নেত্রী। বিষয়টি দুর্দান্ত হয়েছে বলেও জানান তিনি। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে তিনি নিজের X হ্যান্ডেলে আরও লেখেন, ''এটা দারুন খবর। বিশেষ করে উল্লু এবং অল্ট বালাজি - এই দুটি অ্যাপের কথা বলছিলাম, বিশেষ করে তাদের কন্টেন্টের জন্য, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির স্থায়ী কমিটিতে এটি উত্থাপন করেছিলাম। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়ায় আমি খুব খুশি।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


