সংক্ষিপ্ত


সপ্তাহে ৫ দিন কাজের নিয়মে পরিবর্তন
এখন থেকে সপ্তাহে কাজ করতে হবে ৬দিন
ঘোষণা প্রেমসিং তামাং-এর সরকারের
পয়লা এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

সরকারি কর্মীদের কাজে একেবারেই খুশি নয় রাজ্য। আর সেই কারণেই সপ্তাহে পাঁচ দিন কাজের নিয়ম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সিকিম সরকার। হত বছর মে মাসে সিকিমের মুখ্যমন্ত্রী হন প্রেমসিং তামাং। তারপরেই রাজ্যসরকারি কর্মীদের জন্য সপ্তাহে ২দিন ছুটির ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু আগামী পয়লা এপ্রিল থেকে সেই নিয়ম তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আর এশিয়ার ধনীতম ব্যক্তি নন মুকেশ অম্বানি, কে পদচ্যুত করলেন তাঁকে

 

 

সিকিম সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানা হয়েছে সপ্তাহে এবার ৫ দিনের বদলে কাজ হবে ৬ দিন। তবে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পাবেন সরকারি কর্মীরা। নতুন অর্খবর্ষের প্রথম দিন পয়লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। প্রেম সিং তামাং-এর ঘোষণার আগে সিকিমে অবশ্য সপ্তাহে ৬দিন কাজের নিয়ম ছিল।

আরও পড়ুন: সরকার পতনের চেনা ছক বিজেপির , কংগ্রেসের ভাঙনকে কাজে লাগিয়েই বাজিমাত মধ্যপ্রদেশে

সূত্রের খবর সিকিম ক্রান্তিকারী মোর্চার সরকার সরকারি কর্মীদের কাজে একেবারেই খুশি নয়। সেই কারণেই শনিবার ছুটির সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। ২০১৯ সালের মে মাস থেকে সিকিমে ৬দিনের বদলে সপ্তাহে ৫ দিন কাজের নিয়ন চালু হয়েছিল। তবে আগামী এপ্রিল থেকে সপ্তাহে ৬ দিন কাজের নিয়ম চালু হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব এসসি গুপ্তা। যেখানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পাবেন সরকারি কর্মীরা।