সোনার গহনার মত এবার রুপোর গহনাতেও পড়তে চলেছে হলমার্কের সিলমোহর।
সোনার গহনায় হলমার্ক তো শুনেছেন কিন্তু কখনো শুনেছেন কি রুপোর গহনাতেও হলমার্ক ? এটা অনেক বড় খবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীদের কাছে এবং গ্রাহক দের জন্য নিয়ে এলো সুখবর।
সোনার পর এবার হলমার্কিং বাধ্যতা হতে চলেছে রুপোর গয়নার ওপরে । কারণ, হলমার্কিং বাধ্যতামূলক হওয়ার পরে সোনার গয়না কেনার ক্ষেত্রে ক্রেতাদের প্রতারণার ঘটনা অনেকটাই কমেছে। সেই বিষয়কে মাথায় রেখে এবার রুপোর গয়নায় হলমার্কিং লাগু করা হলো সঙ্গে একটি করে ইউনিক নম্বর চালু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। অর্থাৎ সোনার মতন রুপোতেও চালু হতে চলেছে হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন বা এনচইউআইডি।
এতদিন শুধু সোনার গহনায় তে ছিল এবার রূপার গহনার সম্ভারে লাগবে হলমার্ক চিহ্ন। সোনার পর এবার রুপোর গয়নাতেও থাকছে স্বচ্ছতার প্রমাণ।
সোনা হোক কিংবা রুপো সাধারণ মানুষের কাছে এই দুটি ধাতুর মূল্য অনেকটাই। এই দুটি ধাতু অনেকে ভবিষ্যতের সঞ্চয় হিসাবে ও কিনে রাখেন। তবে অনেক সময় এই ধাতু কিনতে গিয়ে বহু ক্রেতা প্রতারণার শিকার হন। সেই প্রতারণার শিকারের ঘটনা কমানোর জন্য হলমার্কিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয় সোনার উপরে। কারণ ২২ ক্যারেট বলে গ্রাহকদের এখন নিম্ন মানের সোনার গহনা গছিয়ে দেওয়া অত সহজ নয়। যার কারণ-বশত তো প্রতিদিন সোনার গয়নার গায়ে এখন হলমার্কিং লোগোর সঙ্গে একটি করে ইউনিক নম্বর থাকে। গ্রাহক চাইলে সেই নম্বরে মাধ্যমে যাচাই করে নিতে পারে সোনার শুদ্ধতা কতটা।
এবার সোনার পাশাপাশি ক্রেতারা একই রকম ভাবে রুপোর শুদ্ধতা যাচাই করতে পারবে। খবর অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকেই এই সুবিধা চালু হতে চলেছে রুপোর ক্ষেত্রে। তবে আপাতত এটি বাধ্যতামূলক না হলেও ভবিষ্যতে এই হলমার্কিং এর সম্ভাবনা প্রবল আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা আরও মনে করছেন, এই নতুন নিয়মের ফলে ক্রেতারা লাভবান হবেন। এছাড়াও ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হবে না।
যদিও আগেই বিআইএস ঘোষণা করেছিল রুপার গহনার ওপরে হলমার্ক। কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে কিছু সংশয় ছিল সংশ্লিষ্ট মহলে। এবার সব জল্পনায় জল ঢেলে সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ মান নিয়ামত সংস্থা জানিয়ে দিয়েছে, একটি নির্দিষ্ট দিনে এবার থেকে চালু হতে চলেছে হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন। এর ফলে সোনার মতন রুপোর ক্ষেত্রে গ্রাহকেরা এই ইউনিক নম্বরের মাধ্যমে অনলাইনে এর মূল্য তা যাচাই করতে পারবে। পাশাপাশি প্রতিটা দোকানদারদের ক্ষেত্রে আপাতত এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপাতত ব্যবসায়ীরা হলমার্ক ছাড়া রুপোর গয়না বিক্রি করতে পারবেন।
