সংক্ষিপ্ত

শুধু ভারতই নয়, অন্য দেশ থেকেও মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। পদপিষ্ট হওয়ার ঘটনার পরেও কোটি কোটি মানুষ নির্বিঘ্নে স্নান সেরেছেন।

কলকাতা থেকে পুণ্যলাভের আশায় মৌনী অমাবস্যার দিন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছেন সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার ভোরে স্নান সেরেছেন। এই যুবক ত্রিবেণী সঙ্গমে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা। পদপিষ্ট হয়ে কয়েকজন প্রাণ হারিয়েছেন। কয়েকজন আহত হয়েছেন। তবে পুণ্যস্নান করতে গিয়ে সেসব কিছু টের পাননি সৌম্যজিৎ। পরে স্নান সেরে ফিরে পরিবারের সদস্য, বন্ধুদের ফোনে পুরো ঘটনা জানতে পারেন। কোটি কোটি মানুষের ভিড়ে এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই দুঃখ পেয়েছেন এই যুবক। যে কোনও মৃত্যুই দুঃখজনক। পুণ্য অর্জনের আশায় গিয়ে এভাবে মৃত্যু হৃদয়বিদারক। তবে এই ঘটনার জন্য উত্তরপ্রদেশ সরকার বা মহাকুম্ভ মেলার আয়োজকদের দোষ দিতে নারাজ সৌম্যজিৎ। তিনি ব্যবস্থাপনায় খুশি।

নির্বিঘ্নে সেরেছেন শাহি স্নান

এশিয়ানেট নিউজ বাংলাকে সৌম্যজিৎ জানিয়েছেন, 'আমরা প্রয়াগরাজ রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আছি। বুধবার ভোর চারটে নাগাদ ত্রিবেণী সঙ্গমের উদ্দেশে রওনা হই। তখন রাস্তা পুরো ফাঁকা। কিছুদূর যাওয়ার পর টোটো পাই। এখানে অন্য কোনও যানবাহন পাওয়া যাচ্ছে না। টোটো বা স্কুটার-বাইকই ভরসা। টোটোই বেশি চলছে। তবে সব জায়গায় টোটো চলছে না। আমাদের যেখানে টোটো নামিয়ে দিল, সেখান থেকে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য সাত-আট কিলোমিটার হাঁটতে হল। ফেরার সময় প্রধান ব্যারিকেড পয়েন্ট পর্যন্ত প্রায় ৫-৬ কিলোমিটার হাঁটতে হল। গড়ে মোট ১০-১২ কিলোমিটার হাঁটতে হয়েছে। তবে এই কষ্ট বাদ দিয়ে অন্য কোনও সমস্যা হয়নি। ব্যবস্থাপনা খুব ভালো। আমরা বৃহস্পতিবার বাড়ি ফেরার ট্রেনে উঠব।'

উত্তরপ্রদেশ সরকারের আয়োজন কেমন?

কুম্ভমেলার ব্যবস্থাপনা সম্পর্কে সৌম্যজিৎ জানালেন, 'বিয়েবাড়িতে ৫০০-৬০০ লোক সামাল দিতে গিয়েই অনেক সময় সমস্যা হয়। সেখানে মহাকুম্ভে একসঙ্গে ১০-১৫ কোটি লোক। পদপিষ্ট হওয়ার মতো ঘটনা হতেই পারে। অতীতেও এই ধরনের জন সমাগমে দুর্ঘটনা ঘটেছে। আমি প্রশাসনকে দোষ দেব না। ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। প্রচুর পুলিশ আছে। কারও জিনিসপত্র খোয়া যাওয়া বা অন্য কোনও বিপদের আশঙ্কা নেই।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০২৫ মহাকুম্ভে ১০ কোটি ভক্তদের স্বাগত জানাতে গোলাপের বৃষ্টি হল ত্রিবেনী সঙ্গমে

প্রয়াগরাজে কুম্ভমেলায় মর্মান্তিক দুর্ঘটনা, তড়িঘড়ি যোগী আদিত্যনাথকে ফোন প্রধানমন্ত্রীর

YouTube video player