সংক্ষিপ্ত

গুরুতর অসুস্থ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। তাঁকে ভর্তি করা হয়েছে একটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন রীতিমত সংকটে রয়েছে মুলায়ম সিং যাবদ। 

গুরুতর অসুস্থ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। তাঁকে ভর্তি করা হয়েছে একটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন রীতিমত সংকটে রয়েছে মুলায়ম সিং যাবদ। 


একটি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মুলায়মসিং যাদবকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে আইসিইউ ওয়ার্ডে রাখা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই তাঁর শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না। আজ হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। 

সূত্রের খবর বাবার শারীরিক অবস্থার কথা জেনেই তিনি মুলায়ম সিং যাদবের কাছে থাকার জন্য উত্তর প্রদেশ ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিবপাল যাদব , মুলায়মের ভাই তিনিও বর্তমানে দিল্লিতে রয়েছে। যাবদ পরিবারের অনেক সদস্যই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

গত লোকসভা নির্বাচনের আগে থেকেই দলের দায়িত্ব অখিলেশের হাতে তুলে দিয়েছিলেন মুলায়ম। যা নিয়ে তাঁর পরিবারে সমস্যাও তৈরি হয়েছে। কিন্তু তারপরেও অখিলেশের হাতেই রয়েছে দলের দায়িত্ব। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন ও তারপর উত্তর প্রদেশের বিধানলভা নির্বচনেও দলের দায়িত্ব থাকবে অখিলেশের হাতে। 

মুলায়ম সিং-এর বয়স ৮২ বছর। তিনি দীর্ঘ দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে সমাজবাদী পার্টির দায়িত্ব তিনি তুলে দিয়েছেন বড় ছেলে অখিলেশ যাদবের হাতে। তিনি দলের সুপ্রিমো।  হাসপাতাল সূত্রের খবর তাঁকে দেখভাল করছেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ সুশীলা কাটারিয়া। এর আগেও শারীরিক অবস্থার অবনতির কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এই হাসপাতালে রুটিন চেকআপও করা হয় তাঁর। 

বিস্তারিত আসছে...