সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের মধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিপুল কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়েছে।

তথ্য-প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে ১২,০০০ কর্মী নিয়োগ করতে চলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ঘোষণা করেছেন চেয়ারম্যান দীনেশ খারা। তিনি জানিয়েছেন, নতুন কর্মীদের ব্যাঙ্কিং সংক্রান্ত কাজের পাশাপাশি তথ্য-প্রযুক্তি এবং অন্যান্য কাজ দেওয়া হবে। এসবিআই চেয়ারম্যান বলেছেন, '১১,০০০ থেকে ১২,০০০ কর্মীর নিয়োগ প্রক্রিয়া চলছে। যাঁদের নিয়োগ করা হচ্ছে, তাঁরা সাধারণ কর্মী। কিন্তু আমরা এমন একটি ব্যবস্থা রয়েছে, যেখানে আমাদের অ্যাসোসিয়েট লেভেল ও ‘অফিসার লেভেলে ৮৫ শতাংশ কর্মীই ইঞ্জিনিয়ার। আমরা তাঁদের ব্যাঙ্কিংয়ের কাজ শেখাতে চাই। এরপর তাঁদের বিভিন্ন অ্যাসোসিয়েট রোলে কাজের দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে কিছু কর্মীকে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রেও কাজ দেওয়া হবে।’

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

২০২৩ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষে এসবিআই-এর মোট কর্মীর সংখ্যা ছিল ২,৩৫,৮৫৮। তবে ২০২৪ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষে এসবিআই-এর কর্মী সংখ্যা কমে হয়েছে ২,৩২,২৯৬। তবে এবার নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান। তাঁর বক্তব্য অনুযায়ী, যে নতুন কর্মীদের নিয়োগ করা হচ্ছে, তাঁদের প্রযুক্তিগত দক্ষতার উপর জোর দেওয়া হচ্ছে। প্রযুক্তিগত দক্ষতা দেখেই কর্মীদের নিয়োগ করা হচ্ছে।

বেড়েছে এসবিআই-এর লভ্যাংশ

চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে এসবিআই-এর মোট লাভের পরিমাণ ২৪ শতাংশ বেড়ে হয়েছে ২০,৬৯৮ কোটি টাকা। ঋণের চাহিদা বেড়ে গিয়েছে। এর ফলেই এসবিআই-এর লভ্যাংশ বেড়ে গিয়েছে। ২০২৩ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে এসবিআই-এর লাভের পরিমাণ ছিল ১৬,৬৯৫ কোটি টাকা। বিশেষজ্ঞদের অনুমান ছিল, এসবিআই-এর লাভের পরিমাণ হতে পারে ১৩,৪০০ কোটি টাকা। কিন্তু তার চেয়ে বেশিই লাভ করেছে এসবিআই। এই কারণেই হয়তো নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পরীক্ষা না দিয়েই এসবিআই-তে চাকরির সুযোগ, বেশ কয়েকটি পদে মোটা বেতনে কাজে নিয়োগ

চাকরির জন্য সুখবর, বাড়ানো হল এসবিআই প্রবেশনারি অফিসার পদে আবেদনের সময়সীমা

SBI UPI: আপনি কি এসবিআই-এর গ্রাহক? ইউপিআই ব্যবহারে হতে পারে সমস্যা, জানুন বিস্তারিত