- Home
- India News
- কারও ১২ তো কারও ৭ %, DA নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, নতুন বছরে বেতন বৃদ্ধিতে চালু হচ্ছে নয়া নিয়ম
কারও ১২ তো কারও ৭ %, DA নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, নতুন বছরে বেতন বৃদ্ধিতে চালু হচ্ছে নয়া নিয়ম
- FB
- TW
- Linkdin
ফের প্রকাশ্যে রাজ্য সরকারি কর্মীদের DA। নতুন বছরে কেন্দ্র ৩ শতাংশ ডিএ ঘোষণা করে দিয়েছে আগেই। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মীরা ডিএ পাবেন ৫৩ শতাংশ।
এদিকে এখনও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে চলছে জলঘোলা। রাজ্য কর্মীরা কত শতাংশ ডিএ পাবেন তা স্পষ্ট নয় এখনও।
এরই মাসে প্রকাশ্যে এল নয়া খবর। এবার থেকে চালু হচ্ছে ডিএ দেওয়ার এক নতুন নিয়ম।
শোনা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের DA বাড়বে ভিন্ন ভিন্ন। কারও বাড়বে ১২ শতাংশ তো কারও ৭ শতাংশ।
যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশন ও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাদের ডিএ বাড়বে।
যে রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তাদের বেতন বাড়বে ৭ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন যারা তাদের বাড়বেন ১২ শতাংশ।
এতদিন পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন যারা তারা পেতেন ৪৪৩ শতাংশ ডিএ। তাদের ডিএ বেড়ে হবে ৪৫৫ শতাংশ।
আর যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন যারা তারা পেতেন ২৪৬ শতাংশ ডিএ। তাদের ডিএ বেড়ে হবে ২৩৯ শতাংশ।
এই নয়া নিয়ম চালু হচ্ছে এ রাজ্যে নয়। বরং রাজস্থানে। সেখানের উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছেন এমনটাই।
এদিকে এরাজ্যে এখনও ডিএ ঘোষণা হয়নি। মমতা সরকার কত শতাংশ ডিএ বাড়বে তা নিয়ে এখনও চলছে জল্পনা।