১২৪ বছর পর ভারতে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি গরম, গ্রীষ্মের আগেই বাড়ছে উদ্বেগ
২০২৪-২৫ সালের শীতকালে ভারতের অনেক শহরেই শীতের আমেজ খুব বেশি উপভোগ করার সুযোগ পাওয়া যায়নি। এবার বসন্তকাল পড়তে না পড়তেই গরম অনুভব হচ্ছে। ফলে গ্রীষ্মকাল আসার আগেই অস্বস্তি হচ্ছে।

১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত ভারতে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি গরম পড়ল এবারই
১৯০১ সালে ভারতে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বেশি ছিল। তারপর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই ভারতে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। মাসের শেষ দিন এই তথ্য জানা গেল।
এবারের ফেব্রুয়ারি মাসে সারা ভারতে গড় তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি ছিল
এবারের ফেব্রুয়ারিতে ভারতে গড় তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। ফলে বসন্তকালেই অস্বস্তি হচ্ছে।
এবার যেরকম তাপমাত্রা দেখা যাচ্ছে তা ভারতে এর আগে কোনওদিন দেখা যায়নি
ভারতে প্রথমবার গড় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। এর আগে ভারতে কোনওবার এত গরম পড়েনি।
গড় সর্বোচ্চ তাপমাত্রার হিসেবে এবারের ফেব্রুয়ারি ভারতে দ্বিতীয় উষ্ণতম
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। তারপর এবারের ফেব্রুয়ারিতে ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা দ্বিতীয় উষ্ণতম।
এবারের ফেব্রুয়ারিতে সারা ভারতে গড় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ফেব্রুয়ারিতে সারা ভারতে গড় তাপমাত্রা ২৯.০৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। ১৯০১ সালের পর ভারতে ফেব্রুয়ারি মাসের গড় তাপমাত্রা এবারই সবচেয়ে বেশি।
এবারের ফেব্রুয়ারিতে দিনের মতোই রাতের তাপমাত্রাও অন্যান্যবারের চেয়ে বেশি থেকেছে
ভারতে প্রথমবার রাতের গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি থেকেছে। যা অত্যন্ত উদ্বেগজনক।
এবারের গ্রীষ্মে দেশের বেশিরভাগ অংশেই বেশি তাপপ্রবাহ দেখা যাবে, সতর্কবার্তা আবহাওয়া দফতরের
মৌসম ভবনের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, এ বছরের মে মাস পর্যন্ত সারা ভারতে অনেক বেশি তাপপ্রবাহ দেখা যাবে। ফলে সারা দেশের মানুষ প্রবল অস্বস্তিতে পড়তে চলেছেন।
এবারের গ্রীষ্মে সারা দেশে বিদ্যুতের চাহিদা গতবারের চেয়ে বেশি থাকবে
২০২৪ সালের গ্রীষ্মে সারা দেশে বিদ্যুতের চাহিদা যা ছিল, তার চেয়ে এবারের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ৮ শতাংশ বাড়তে চলেছে। বিদ্যুৎ উৎপাদনকারী এবং সরবরাহকারী সংস্থাগুলি তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।
৭৪ বছর পর দিল্লিতে রাতের তাপমাত্রা সবচেয়ে বেশি, জানাল আবহাওয়া বিভাগ
মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৫১ সালের পর এবারের ফেব্রুয়ারিতেই দিল্লিতে রাতের তাপমাত্রা সবচেয়ে বেশি। সফদরজঙে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।
ফেব্রুয়ারিতেই পাখা চালাতে হয়েছে, মার্চের শুরুতেই হয়তো এসি চালাতে হবে
এবার কলকাতা-সহ দেশের বিভিন্ন অংশে জানুয়ারি মাসের শেষদিক থেকেই পাখা চালাতে হয়েছে। মার্চের শুরুতেই হয়তো স্বস্তি পাওয়ার জন্য এসি চালাতে হবে।