গরমের জন্য ফের বন্ধ হচ্ছে স্কুল? নয়া নোটিশ জারি রাজ্যের! খুলবে কবে? জানানো হল তারিখ
দাবদাহে পুড়ছে একের পর এক রাজ্য। সূর্যের চোখরাঙানিতে ঘরে টেকা দায়। বাইরে প্রায় ৪০ ডিগ্রির গরম। টানা এক মাস ছুটি থাকার পর ফের কি ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে? নয়া নোটিশ জারি রাজ্যের!

জুন মাসের প্রথম সপ্তাহ চলছে। কিন্তু তার মধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে আবহাওয়ার।
টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে। ফলে কালঘাম ছুটে গিয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গরমের পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।
এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠনপাঠন (School Holiday) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।
গরম বাড়লেই টানা ছুটির পরিবর্তে পরিস্থিতি বিবেচনা করে ছুটি দিক রাজ্য। এমনই দাবি করা হচ্ছে।
সেক্ষেত্রে ফের কি স্কুলগুলিতে ছুটি পড়ে যেতে পারে? কী চিন্তা ভাবনা করছে রাজ্য?
প্রসঙ্গত, প্রতি বছর প্রায় ১ মাস ধরে থাকে গরমের ছুটি। তীব্র গরম থেকে বাচ্চাদের বাঁচাতে কিছু দিন স্কুলের পঠন-পাঠন বন্ধ করা হয়।
সারা দেশের সমস্ত রাজ্যেই পড়ে গরমের ছুটি। কোথাও মে মাসে তো কোথাও জুন মাসে পড়ে ছুটি।
এবার কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কম। তবে জুনের শুরুতে বৃষ্টি কমে যাওয়ায় ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে হুড়মুড়িয়ে। এর মধ্যেই খুলে যায় স্কুল।
এদিকে, গরম বাড়তে থাকায় ফের পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে উদ্বেগ!
তাই রাজ্যে ফের জারি হয়েছে বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে সোমবার থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল।
আবার ১৭ জুলাই থেকে পুনরায় খুলবে সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল।
এই ছুটি শুরু হচ্ছে বাংলা নয়। বরং জম্মু ও কাশ্মীরের স্কুলগুলোতে। সেখানে ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
এই ছুটি শুরু হচ্ছে বাংলা নয়। বরং জম্মু ও কাশ্মীরের স্কুলগুলোতে। সেখানে ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

