স্টারলাইনারের প্রোপালশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য মার্চ মাসের শেষপর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়ে দিয়েছে নাসা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে আইএসএস-এ পৌঁছে আট দিন কাটানোর কথা ছিল তাদের। কিন্তু স্টারলাইনারের প্রোপালশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।

এর ফলে মহাকাশচারীদের আরও তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানা গেছে। এদিকে, বোয়িংয়ের স্টারলাইনারে বড়দিনের উৎসবও পালিত হয়েছে। সান্তার টুপি পরা সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের ছবি নাসা নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। মহাকাশ স্টেশন থেকে হ্যাম রেডিওতে কথা বলার সময় তোলা ছবি সেগুলি। 

Scroll to load tweet…

বড়দিনের উপহার, টুপি, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সোমবার স্পেসএক্স ড্রাগন যানে করে আইএসএস-এ পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে গত ৫ জুন, উইলমোর এবং সুনীতা মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। আট দিনের মিশন এখন কার্যত নয় মাসে গড়িয়েছে। এটি সুনীতা উইলিয়ামসের তৃতীয় মহাকাশ যাত্রা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।