সংক্ষিপ্ত
অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লি আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ এই রায় দেন। জামিন পেলেও কারাবন্দি থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। কারণ সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে ইডির আর্থিক তছরুপ মামলায় জামিন দিয়েছে। কিন্তু সিবিআি বা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি পৃথক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। সেই মামলায় জামিন দেওয়া হয়নি আপ প্রধানকে।
গত ২১ মার্চ দিল্লির আবগারিনীতি কেলেঙ্কারিতে যুক্ত থাকার ও আর্থিক তছরুপ মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। সেই থেকেই তিহার জেলে বন্দি রয়েছেন কেজরিওয়াল। যদিও সুপ্রিম কোর্টের অন্তবর্তী জামিনের কারণে লোকসভা ভোটের প্রচার করার জন্য ছাড়পত্র পেয়েছিলেন আপ প্রধান। সেই সময় জেলে থেকে বেরিয়ে লোকসভা ভোটের প্রচার করেন। তারপর ভোট শেষ হতে আবার ২ জুন আত্মসমর্পণ করেন কেজরিওয়াল।
সবিস্তারে আসছে...