- Home
- India News
- Ration Card: পুজোর মুখে বন্ধ হচ্ছে রেশন কার্ড, সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ কার্ড বাতিলের পথে কেন্দ্র
Ration Card: পুজোর মুখে বন্ধ হচ্ছে রেশন কার্ড, সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ কার্ড বাতিলের পথে কেন্দ্র
আয়করদাতা, কোম্পানির মালিক এবং গাড়ির মালিকদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারের দাবি, অবৈধ রেশন কার্ড বাতিল করে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হবে।

রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয়, বরং খাদ্যসুরক্ষার অধিকার নির্ধারণের প্রমাণপত্র। তবে, এবার সেই কার্ড ঘিরেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আয়করদাতারা আর রেশন সুবিধা পাবেন না।
কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর ইতিমধ্যেই আয়কর দপ্তর ও সিবিডিটির তথ্য খতিয়ে দেখে বলছে যে সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ রেশক কার্ড সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তা বাতিল করার জন্য। জানা গিয়েছে, এদের মধ্যে ৯৪ লক্ষ ৭১ হাজার মানুষ আয়কর দেন অথচ রেশনও নেন।
প্রায় ৫ লক্ষ ৩১ হাজার রেশন কার্ডধারী আসলে কোনও না কোনও সংস্থার মালিক। আবার ১৭ লক্ষ ৫১ হাজার কার্ডধারীর নামে আছে গাড়ি। কিন্তু, তাও এরা রেশন নিয়ে থাকেন। সে কারণে এদের রেশন কার্ড বাতিল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
সরকারের দাবি, অবৈধ রেশন কার্ড বাতিল করে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হোক। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তা বলেন, রেশন সবার জন্য নয়। প্রকৃত সুবিধাভোগীরাই শুধু এর সুবিধা পাবেন। তাই শীঘ্রই বাতিল হতে চলেছে সকল অবৈধ রেশন কার্ড।
যে কারণে সারা দেশে যত অবৈধ রেশন কার্ড আছে তা চিহ্নিত করার কাজ চলছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা চিহ্নিত করা হবে। এবং এই সব কার্ড বাতিল করা হবে বলে জানা গিয়েছে। এখন দেখার এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়।

