Thailand Tourism: ভারতীয়দের অত্যন্ত পছন্দের গন্তব্য থাইল্যান্ড। ভারতীয়দের পক্ষে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে যাওয়া সহজ। ভ্রমণের খরচও খুব বেশি নয়। এই কারণে বহু ভারতীয় থাইল্যান্ডে বেড়াতে যাচ্ছেন।
KNOW
Free Flight Tickets: নিজের খরচে আন্তর্জাতিক উড়ানের টিকিট কেটে শুধু পৌঁছে যেতে হবে। তাহলেই পাওয়া যাবে ঘরোয়া উড়ানের টিকিট! ভারত-সহ কয়েকটি দেশের পর্যটকদের জন্য এই ব্যবস্থা করছে থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া দফতর (Ministry of Tourism and Sports of Thailand)। এই ব্যবস্থা অনুযায়ী, নির্বাচিত দেশগুলির পর্যটকরা থাইল্যান্ডের ঘরোয়া উড়ানের অন্তত একজোড়া টিকিট বিনামূল্যে পাবেন। থাইল্যান্ডে যাতায়াতের আন্তর্জাতিক উড়ানের টিকিট থাকলেই পর্যটকরা এই সুবিধা পাবেন। বিমান সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটলে, বিভিন্ন শহরে ঘোরার পরিকল্পনা করলে, ফ্লাই-থ্রু সার্ভিস নিলে, ট্র্যাভেল এজেন্টরা অনলাইনে টিকিট কাটলে এই সুবিধা পাবেন পর্যটকরা। এই ব্যবস্থা চালু হয়ে গেলে ভারতীয় পর্যটকদের খরচের চিন্তা অনেক কমে যাবে। ব্যাঙ্কক (Bangkok) থেকে ফুকেত (Phuket) বা অন্য কোনও শহরে যেতে চাইলে ভারতীয় পর্যটকদের উড়ানের জন্য কোনও খরচ হবে না। তাঁরা বিনামূল্যেই ভ্রমণ করতে পারবেন। থাইল্যান্ড সরকার এই ব্যবস্থা অনুমোদন করলেই ভারতীয় পর্যটকরা সুবিধা পাবেন।
৬ সংস্থার সঙ্গে চুক্তি
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া দফতর সে দেশের ছয়টি প্রধান বিমান সংস্থার সঙ্গে চুক্তি করতে চলেছে। এই সংস্থাগুলি হল থাই এয়ারএশিয়া (Thai AirAsia), ব্যাঙ্কক এয়ারওয়েজ (Bangkok Airways), নক এয়ার (Nok Air), থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল (Thai Airways International), থাই লায়ন এয়ার (Thai Lion Air) ও থাই ভিয়েতজেট (Thai VietJet)। ভারতীয় পর্যটকদের জন্য থাইল্যান্ডের কোনও শহরে একবারের যাত্রার টিকিটের সর্বাধিক মূল্য হতে পারে থাইল্যান্ডের মুদ্রায় ১,৫০ এবং যাতায়াতের টিকিটের সর্বাধিক মূল্য হতে পারে ৩,৫০০। ভারতীয় পর্যটকদের অবশ্য কোনও অর্থ খরচ করতে হবে না।
কেন পর্যটকদের এই সুবিধা দিতে চলেছে থাইল্যান্ড?
থাইল্যান্ডের মন্ত্রিসভা আর্থিক বরাদ্দ অনুমোদন করলেই পর্যটকদের জন্য এই সুবিধা চালু হয়ে যাবে। ভারত-সহ বিভিন্ন দেশে থেকে যাতে আরও পর্যটক যান, তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে ভারতীয় পর্যটকদের সপরিবারে ভ্রমণের বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


