কেন্দ্রের মতো এবার মোক্ষম চাল দেবে রাজ্য সরকার! DA-র পাশাপাশি একধাক্কায় বাড়বে বোনাসও
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশনের আওতায় বছরে দু’বার কর্মীদের মূল বেতন এবং DA বাড়ায়।
সাধারণত, মার্চ এবং অক্টোবর মাসে এই ঘোষণা করা হয়। জানুয়ারি থেকে জুন ইতিমধ্যেই DA ঘোষণা করেছে কেন্দ্র।
এই ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা DA বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন, এবার তাদের আশা সম্পূর্ণ হয়েছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চলতি মাসেই সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে।
যাদের মাসে মাইনে ৫০ হাজার টাকা তাঁদের বাড়বে ১৫০০ টাকা করে।
এমতাবস্থায় কর্মচারী ও পেনশনভোগীরাও ৩ মাসের বকেয়া পাবেন। আর এই আবহে কেন্দ্রের সিদ্ধান্তের মতই এবার রাজ্য সরকারও DA বাড়াতে চলেছে।
এইমুহুর্তে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান রাজ্য সরকারি কর্মচারীরা।
সম্প্রতি একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের এবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। অর্থাৎ ৫৪ শতাংশ হারে DA পাবেন।
তবে মহার্ঘ ভাতা বাড়ানোতেই এই আনন্দ সীমিত থাকছে না। এর পাশাপাশি নন-গেজেটেড রাজ্য সরকারি কর্মচারীদের বোনাসও প্রদান করা হবে।
উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের জন্য রীতিমত খুশির খবর আসতে চলেছে, বলাই বাহুল্য।