- Home
- India News
- ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে রেশন ব্যবস্থায় এই গুরুত্বপূর্ণ নিয়ম! না জানলে চরম মিস করবেন
১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে রেশন ব্যবস্থায় এই গুরুত্বপূর্ণ নিয়ম! না জানলে চরম মিস করবেন
- FB
- TW
- Linkdin
নতুন বছরের প্রথম দিন থেকে বদলে যাচ্ছে রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ এই নিয়ম। ১ জানুয়ারি থেকে রেশন বন্টন ব্যবস্থায় আসতে চলেছে বিপুল পরিবর্তন।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়েছেন।
বিশেষভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই বিশেষ রেশন ব্যবস্থার নিয়মের কথা উল্লেখ করেছেন।
এই বিশেষ নিয়মের মধ্যে উল্লেখযোগ্য হল ১ জানুয়ারি থেকে শুধু রেশন দেওয়া হবে না সামগ্রীয় সঙ্গে দেওয়া হবে অতিরিক্ত ১০০০ টাকার আর্থিক সহায়তাও।
দেশের প্রায় ৮০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা সুনিষ্চিত করতে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এই বিশেষ নিয়ম চালু করতে চলেছেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।
কারা পাবেন এই আর্থিক সুবিধা-
যেই রেশন গ্রাহকদের কাছে উপযুক্ত রেশন কার্ড আছে তারা ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত এই আর্থিক সুবিধা পাবেন।
যাদের রেশন কার্ডে কেওয়াইসি করা তারা পাবেন এই আর্থিক সুবিধা।
যাদের কেওয়াইসি করা নেই তারা এই সুবিধা নিতে পারবেন না।
উল্টে যারা কেওয়াইসি করবেন না তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে।
আয়ের সীমা-
যে সব রেশন গ্রাহকদের আয় শহরাঞ্চলে বার্ষিক ৩ লক্ষ টাকা, গ্রামীণ এলাকা বার্ষিক ২ লক্ষ টাকা আয়।
১০০ স্কোয়ারফুটের ঘর বা বাড়ি এছাড়া চার চাকার যান থাকলে এই সুবিধার জন্য তারা অযোগ্য।