সংক্ষিপ্ত
বিজেপি সরকারের মূল হাতিয়ার ‘ডবল ইঞ্জিন সরকার’-কে ঠুকে অভিষেক বলেন, ‘ভাই! সিঙ্গেল ইঞ্জিন সরকারের প্রদেশে ইন্টারনেট চলছে, আর ডবল ইঞ্জিন সরকারের প্রদেশে ৩ মাস ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। এর দ্বারাই প্রমাণ হয় যে, ডবল ইঞ্জিন সরকার কতটা অযোগ্য এবং অদক্ষ।’
২৬টি বিরোধী দল নিয়ে তৈরি হওয়া ‘ইন্ডিয়া’-এর প্রতিক্রিয়া অত্যন্ত জোরদার হল ২৪ জুলাই, সোমবার। এদিন দিল্লির সংসদ ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে সরব হন কংগ্রেস, তৃণমূল সহ বহু বিজেপি-বিরোধী নেতানেত্রীরা। ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে মণিপুরের হিংসা নিয়ে বিজেপি সরকারকে চূড়ান্ত কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও। ধর্নামঞ্চে উপস্থিত বিরোধীদের পোস্টারগুলিতে লেখা দেখা যায়, ‘ইন্ডিয়া মণিপুরে সুবিচার চায়’। অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন, “প্রধানমন্ত্রী সংসদের বাইরে মুখ খুলেছেন। কিন্তু, এটা কোনও রেওয়াজ নয়। উনি সংসদের ভিতরে মণিপুর নিয়ে মুখ খুলুন।” অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত সরকার দ্বারা কয়েকশো কোটি টাকা খরচ করে নির্মিত নয়া সংসদ ভবন নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করে বলেন, ‘পনেরোশো কোটি টাকা খরচ করে যে সংসদ ভবন আপনি তৈরি করিয়েছেন, সেই সদনের প্রতি তো আপনি কথাই বলতে চান না!’
মণিপুরে দীর্ঘ কয়েক মাস ধরে হয়ে চলা ক্রমাগত হিংসা পরিস্থিতি (Manipur News) নিয়ে সেই রাজ্যের শাসকদল তথা কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে বারবার অস্ত্র শানিয়েছে বিরোধীরা। সেই অস্ত্রের বিপক্ষে, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বা ছত্তিসগঢ়ে হয়ে চলা হিংসার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা। বিজেপির সেই অভিযোগকে পালটা কটাক্ষ করে এবার বাংলায় হওয়া অশান্তি এবং মণিপুরের হিংসা পরিস্থিতির তুলনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘বিজেপির একটা প্রয়াস চলছে যে, মণিপুরের দিক থেকে মানুষের নজর ঘুরিয়ে রাজস্থান, ছত্তিসগঢ় অথবা পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাওয়া। আমি শুধু এই কথাটাই বলব যে, বাংলায় তো ৩ মাস ধরে ইন্টারনেট চলছে! বাংলায় তো পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনার (বিজেপি) যদি মনে হয়, পশ্চিমবঙ্গে পরিস্থিতি খারাপ আর মণিপুরের পরিস্থিতি তার থেকে ভালো, তাহলে আপনি মণিপুরে ইন্টারনেট চালিয়ে দিন!’ বিজেপি সরকারের মূল হাতিয়ার ‘ডবল ইঞ্জিন সরকার’-কে ঠুকে অভিষেক বলেন, ‘ভাই! সিঙ্গেল ইঞ্জিন সরকারের প্রদেশে ইন্টারনেট চলছে, আর ডবল ইঞ্জিন সরকারের প্রদেশে ৩ মাস ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। এর দ্বারাই প্রমাণ হয় যে, ডবল ইঞ্জিন সরকার কতটা অযোগ্য এবং অদক্ষ।’
আরও পড়ুন-
Gyanvapi Mosque: হিন্দু মন্দির ভেঙেই কি তৈরি হয়েছিল মসজিদ? বারাণসীর জ্ঞানবাপীতে শুরু ASI সমীক্ষা
RRKPK Censor: রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়! ‘ব্রা’ ‘বেহেন*দ’-এ ভর্তি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’
Gujarat Rain: রাস্তায় চলছে কুমীর, সিংহ! গুজরাটের বন্যায় মুড়ি-মুড়কির মতো ভেসে যাচ্ছে গ্যাস সিলিন্ডার
আবার শিরোনামে ভারত-পাকিস্তান প্রেমের কাহিনী, প্রেমিকের টানে বর্ডার পার করে ছুটলেন বিবাহিতা মহিলা