সংক্ষিপ্ত
ঘটনাটি ১০ নভেম্বরের। এর সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রায় ২৪ সেকেন্ডের। এতে এক শিশুকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কেরালার কাসারগোদ জেলায়, এক ব্যক্তি তার গাড়ি পার্ক করার সময় দুর্ঘটনাক্রমে তার নিজের দুবছরের পিষে ফেলেন। এ ঘটনায় শিশুটির মৃত্যু হয়। মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির চালক নিহত শিশুর ঠাকুরদা। ঘটনাটি ঘটেছে দু-তিন দিন আগে, যার ভিডিও এখন প্রকাশ্যে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কিভাবে বৃদ্ধ বাড়ির সামনে গাড়ি পার্কিং করার সময় না দেখে অজান্তেই তার নাতির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন।
ঘটনাটি ১০ নভেম্বরের। এর সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রায় ২৪ সেকেন্ডের। এতে এক শিশুকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যেখানে অন্য শিশুটিকে, যে ওই দুবছরের শিশুর দাদা, তাকে গাড়ি পার্ক করার জন্য সামনের রাস্তা পরিষ্কার করতে দেখা যাচ্ছে।
ভিডিওতে দেখা যায়, গাড়িটি সামনে আসতেই ছোট শিশুটি গাড়ির দিকে এগিয়ে যায়। সেখানে উপস্থিত অন্য একটি শিশু গাড়ির জন্য জায়গা তৈরি করার জন্য কাছাকাছি পার্ক করা একটি খেলনা বাইক সরাতে এগিয়ে যায়। এদিকে গাড়ির চালক গাড়ি এগিয়ে নিয়ে যায়। ছোট শিশুটি যে গাড়ির বাম চাকার নিচে চলে এসেছে তা টেরও পান না তিনি।
শিশুটি গাড়ির চাকার নিচে আসতেই খুব জোরে চিৎকার করে ওঠে। তা দেখে অন্য শিশুটি দৌড়ে গাড়ির নিচে উঁকি দেয়। সে জোরে চিৎকার করে তাকে বের করার চেষ্টা করে। এদিকে গাড়ির চালক বুঝতে পারেন তাঁর নাতি গাড়ির নিচে চলে এসেছে। তিনি বাইরে এসে দ্রুত ছোট বাচ্চাটিকে কোলে নেয়। সেখানে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিকেও সাহায্যের জন্য দৌড়াতে দেখা যায়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় নিহত শিশুর বয়স দুই বছর। সঙ্গে সঙ্গে তাকে ম্যাঙ্গালুরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তার জীবন বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।