Baramulla Terrorist Killed News: পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যালীলার আবহে ফের সীমানা পেরিয়ে কাশ্মীরে প্রবেশের চেষ্টা দুই জঙ্গির। জানা গিয়েছে, বুধবার জম্মু কাশ্মীরের বারমুলার উরির কাছে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে দুই জঙ্গি।

Baramulla Terrorist Killed News: পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যালীলার আবহে ফের সীমানা পেরিয়ে কাশ্মীরে প্রবেশের চেষ্টা দুই জঙ্গির। জানা গিয়েছে, বুধবার জম্মু কাশ্মীরের বারমুলা জেলার উরির কাছে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে দুই জঙ্গি। তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিল সেনা। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। নিহতদের কাছ থেকে মিলেছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। 

সেনা সূত্রে খবর, বুধবার ২-৩ জঙ্গি উরির কাছে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় সেনাবাহিনী। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শেষপর্যন্ত খতম হয় দুই জঙ্গি। এদিকে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় জড়িত চার জঙ্গির ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা। এই হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। খবরে প্রকাশ, সবাই লস্কর-ই-তৈবার সাথে যুক্ত।

নিষিদ্ধ পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবা (LeT) সন্ত্রাসী গোষ্ঠীর একটি ছায়া গোষ্ঠী, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই হামলার দায় স্বীকার করেছে, তবে সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে। ছবিতে, পাকিস্তানি জঙ্গি সুলেমান শাহ দাঁড়িয়ে আছেন একেবারে ডানে। জঙ্গি আবু তালহা একেবারে বামে। আগে, প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পহেলগাম হামলার পিছনে থাকা কমপক্ষে তিন জঙ্গির স্কেচ প্রকাশ করে সংস্থা।

Scroll to load tweet…

প্রসঙ্গত, ছুটিতে ঘুরতে যাওয়ার আনন্দ মুহুর্তের মধ্যে নেমে এল বিষাদে। জম্মু কাশ্মীরের পহেলগামে বেছে-বেছে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয় মঙ্গলবার দুপুরে। ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জন পর্যটকের নিহত হওয়ার খবর মিলেছে। বাড়ছে আহতের সংখ্যা।

মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই কাশ্মীরের বাইসারন এলাকায় পর্যটকদের উপর নেমে আসে জঙ্গিদের আক্রমণ। ঘটনায় মুহুর্তের মধ্যে বদলে গিয়েছে পরিবেশ। পর্যটনকেন্দ্রে গিয়ে এভাবে পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে