নয়ডার একটি হাউসিং সোশাইটিতে সিকিউরিটি গার্ডের সঙ্গে দুর্ব্যবহারের জেরে গ্রেফতার করা হয় দু'জন মহিলাকে। জানা যাচ্ছে শনিবার নয়ডার আজনারা সোশাইটির সিকিউরিটি গার্ডের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় ওই সোশাইটিরই দুই মহিলা।  

হাউসিং সোসাইটির গার্ডের সঙ্গে অব্যবহার ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার নয়ডার দুই মহিলা। ঘটনায় অভিযুক্ত মহিলাদের নামে পুলিশে রিপোর্ট দায়েক করার পাশাপাশি চালানও কাটা হয়। 

নয়ডার একটি হাউসিং সোশাইটিতে সিকিউরিটি গার্ডের সঙ্গে দুর্ব্যবহারের জেরে গ্রেফতার করা হয় দু'জন মহিলাকে। জানা যাচ্ছে শনিবার নয়ডার আজনারা সোশাইটির সিকিউরিটি গার্ডের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় ওই সোশাইটিরই দুই মহিলা। বচসা বাড়তে বাড়তে এক সময় হাতাহাতিতে পৌঁছয়। সিকিউরিটি গার্ডের কলার ধরে তাঁর গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলা হয়। 

Scroll to load tweet…
Scroll to load tweet…


ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় যায়। ঘটনার সমালোচনায় সরব হয় নেটিজেনরা। এরপরই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। ঘটনাস্থলে পৌঁছয় নয়ডা পুলিশ। নির্যাতিতর মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষার পর অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে রিপোর্ট দায়ের করা হয়। শুধু তাই নয় দু'জনকেই গ্রেফতার করা হয় ও চালান কাটা হয়। 

ADCP সেন্ট্রাল নয়ডা পুলিশের এসএম খান জানান, "একটি হাউজিং সোসাইটির গার্ডের সঙ্গে অপব্যবহার করে দুই মহিলা। যার প্রেক্ষিতে পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করায় এবং প্রতিবেদন দাখিল করে। উভয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি চালান জারি করা হয়েছে।"


আরও পড়ুন-

হরিদেবপুরে নিখোঁজ যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল বান্ধবী এবং তাঁর মা ও ভাইকে
বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্কে ছিলেন হরিদেবপুরের অয়ন? মত্ত অবস্থায় বান্ধবীকে মারধর করছিলেন বলে জানিয়েছে পুলিশ
মা-মেয়ের সঙ্গে ত্রিকোণ প্রেমের জেরেই কি হরিদেবপুরের অয়ন মণ্ডলকে খুন করে দেহ লোপাটের চেষ্টা বান্ধবীর বাবার?