তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! বাইকে বাইকে সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা

প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। অতিরিক্ত গতিতে চালিত যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে প্রানহানির ঘটনা ঘটছে। এভাবেই এক বছরে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ গাড়ির চাকায় প্রাণ হারায়। পালনির কাছে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পালনির কাছে নরিক্কলপট্টির বাসিন্দা শশীর ছেলে শঙ্কর (৩১) এবং একই এলাকার বাসিন্দা ভেল্লাইস্বামীর ছেলে মহেশ (৩১)। গতকাল সন্ধ্যায় দুই বন্ধু মোটরসাইকেলে করে নরিক্কলপট্টি থেকে কাজের উদ্দেশ্যে পালনির দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেলে ধাক্কা মারল গাড়ি

পালনি-ধারাপুরম সড়কে মানুরের কাছে পৌঁছালে কোয়েম্বাটুর থেকে দিন্দিগুলের দিকে দ্রুতগামী একটি গাড়ি তাদের সামনে থাকা একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করে। গাড়িটি তখন মহেশ এবং শঙ্করের মোটরসাইকেলে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেরই মাথায় গুরুতর আঘাত লাগে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ তদন্ত শুরু করেছে

দুর্ঘটনার খবর পেয়ে কিরানুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পালনি সরকারি হাসপাতালে পাঠায়। কিরানুর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পালনির কাছে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে নরিক্কলপট্টি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।