UGC Fake University List 2025: প্রতি বছরই শিক্ষাবর্ষ শুরুর আগে ইউজিসির তরফ থেকে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়। এই বছরও দেশজুড়ে মোট ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে ইউজিসি।

UGC Fake University List 2025: দেশের মধ্যে ২২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় চলছিল এতদিন ধরে (ugc fake university list 2025)। শনাক্ত করল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি। এই প্রসঙ্গে একটি বিবৃতিও আরি করেছে তারা (fake university in west bengal)। 

দেশজুড়ে ভুয়ো ইউনিভার্সিটি

উল্লেখ্য, প্রতি বছরই শিক্ষাবর্ষ শুরুর আগে ইউজিসির তরফ থেকে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়। এই বছরও দেশজুড়ে মোট ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে ইউজিসি।

পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় সেই তালিকায় আছে। তবে সবথেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লীতে। ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, দিল্লীর ১০টি, উত্তরপ্রদেশের ৪টি, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় ভুয়ো তকমা পেয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্র এবং পুদুচেরির একটি করে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায়।

ইতিমধ্যেই এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়গুলির দেওয়া ডিগ্রি উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের ক্ষেত্রে স্বীকৃত বা বৈধ বলে গ্রাহ্য করা হবে না।

ভুয়োর তালিকায় প্রথমেই রয়েছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে অবস্থিত্ ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি। এছাড়াও তালিকায় আছে বিশাখাপত্তনমের বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। 

উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে

পশ্চিমবঙ্গেরও দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। কেরালার দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল সেন্ট জন ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন। 

মহারাষ্ট্রের রাজা আরবিক ইউনিভার্সিটি এবং পুদুচেরির শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশনও রয়েছে ইউজিসির ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায়। উত্তরপ্রদেশের চারটি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল ভারতীয় শিক্ষা পরিষদ, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, নেতাজী সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি এবং মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি। 

দিল্লীর ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজ়িক্যাল হেলথ সায়েন্সেস, দরিয়াগঞ্জের কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়েমেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড পিস অফ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।