মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের নেতা বিশ্বশান্তি, প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি এবং মহাকাশ গবেষণায় সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে (US Elections) জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের পাশাপাশি রিপাবলিকান পার্টির জয়ের জন্যও তিনি অভিনন্দন জানিয়েছেন। বিশ্বশান্তির জন্য একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন দুই দেশের নেতা। এই উপলক্ষে মোদীর সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘সারা বিশ্ব প্রধানমন্ত্রী মোদীকে ভালোবাসে।’ তিনি আরও বলেছেন, ভারত একটি চমৎকার দেশ এবং প্রধানমন্ত্রী মোদী একজন অসাধারণ ব্যক্তি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে তিনি প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তাঁর জয়ের পর প্রথম যে কয়েকজন বিশ্বনেতার সঙ্গে তিনি কথা বলেছেন, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী মোদী অন্যতম।

ট্রাম্পকে অভিনন্দন মোদীর

নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনালাপের বিষয়টি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দারুণ কথোপকথন হয়েছে। তাঁর দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য আবারও একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

Scroll to load tweet…

ভারতে আসছেন ট্রাম্প

২০২৫ সালে ভারতে হতে চলেছে কোয়াড সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ট্রাম্প। এ বছরের সেপ্টেম্বরে ভারতে কোয়াড সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন দেশের সদস্যদের মধ্যে মতপার্থক্যের জেরে নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে সরে যায় কোয়াড সম্মেলন। তবে ২০২৫ সালে ভারতেই হবে এই সম্মেলন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভারতে আসবেন ট্রাম্প। কোয়াড সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের বিদেশমন্ত্রকই কোয়াড সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের প্রেসিডেন্ট হওয়ার পরেই ভারত সফর, আগামী বছর কোয়াড সম্মেলনে আসছেন ডোনাল্ড ট্রাম্প

জিতেছেন পুরোনো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, আরও জোরদার হবে দুদেশের বন্ধুত্ব-শুভেচ্ছা বার্তা মোদীর

'থালা ফর আ রিজন,' ডোনাল্ড ট্রাম্প জয় পেতেই কেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা?