সংক্ষিপ্ত

প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও তিনি ভারত সফরে আসতে চলেছেন।

২০২৪ সালে না হলেও, ২০২৫ সালে ভারতে হতে চলেছে কোয়াড সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প। এ বছরের সেপ্টেম্বরে ভারতে কোয়াড সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন দেশের সদস্যদের মধ্যে মতপার্থক্যের জেরে নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে সরে যায় কোয়াড সম্মেলন। তবে ২০২৫ সালে ভারতেই হবে এই সম্মেলন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভারতে আসবেন ট্রাম্প। কোয়াড সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের বিদেশমন্ত্রকই কোয়াড সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এ বছর কেন নয়াদিল্লিতে হয়নি কোয়াড সম্মেলন?

এ বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে কোয়াড সম্মেলন হওয়ার কথা থাকলেও, দিনক্ষণ নিয়ে মতবিরোধের জেরেই নিউ ইয়র্কে সরে যায় এই সম্মেলন। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর ফর ইস্ট এশিয়া অ্যান্ড ওশেনিয়া মীরা র‍্যাপ-হপার বলেন, ‘আমরা যখন এ বছরের কোয়াড সম্মেলনের পরিকল্পনা করছিলাম, তখন আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ঠিক করা হয়। কিন্তু আমরা যখন চার সদস্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে সম্মেলনের সময় নিয়ে আলোচনা শুরু করি, তখন ঠিক হয়, চার দেশের নেতাদের মিলিত হওয়ার জন্য সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্মেলন আয়োজন করা ভালো। আমাদের আশা, আগামী বছরের কোয়াড সম্মেলন ভারতে হবে। প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মেলনের বছর বদলাতে রাজি হয়েছেন। আমাদের আশা, কোয়াড গোষ্ঠীর চার নেতা আগামী বছর ভারতে মিলিত হবেন।’

কোয়াড সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিদেশমন্ত্রক

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছ, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০২৫ সালে কোয়াড সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে ভারত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'থালা ফর আ রিজন,' ডোনাল্ড ট্রাম্প জয় পেতেই কেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা?

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ৬ আসনে জয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয়রা

জিতেছেন পুরোনো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, আরও জোরদার হবে দুদেশের বন্ধুত্ব-শুভেচ্ছা বার্তা মোদীর