সংক্ষিপ্ত

আনলক ৩ পর্বে আরও শিথিল হচ্ছে নির্দেশিকা
রাতের কার্ফু তুলে নেওয়া হচ্ছে 
খুলে দেওয়া হচ্ছে জিম 
অগাস্ট মাস পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান 
 

আনলক ৩ পর্বে লকডাউনের বিধিনিষেধ আরও শিথিল করা হচ্ছে। আনলক ৩ পর্বেই তুলে নেওয়া হচ্ছে রাতের কার্ফু।লকডাউন ২ থেকেই রাতে এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার চোখ রাখব আনলক ৩ নির্দেশিকার ওপরঃ 

৫ অগাস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে সমস্ত জিম আর যোগা উনস্টিটিউট। তবে সর্বত্রই মানতে হবে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বিধি। 
নিরাপদ শারীরিক দূরত্ব মেনেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সম্মতি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। 
৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টারসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে । 
বন্দে ভারত মিশনের আওয়াত চলবে উড়ান পরিষেবা। 
মেট্রো রেল পরিষেবা বন্ধ থাকবে আগের মতই। 
সিনেমা, থিয়েটার, বার, সুইমিংপুল, বিনোদনমূলক উদ্যোন খোলার অনুমতি দেওয়া হয়নি। 
উঠে যাচ্ছে রাতের কার্ফু। 

বুধবার সন্ধ্যা বেলায় স্বরাষ্ট্র মন্ত্রক আনলক ৩ গাইড লাইন  জারি করেছে। 

চিনের দাবি মানতে নারাজ দিল্লি, পাল্টা ভারতের অভিযোগ প্যাংগং-এ শক্তি বাড়ছে লাল ফৌজের ...

ড্রাগনের নজর এবার হিমাচল প্রদেশের দিকে, তিব্বত সীমান্তের শেষ গ্রামের কাছে কী করছে লাল ফৌজ ..

বর্তমানে দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়েছে। আক্রান্তের দৈনিক গড় ৫০ হাজারের কাছে। চাপ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলার ঝুকি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। তবে কনটেইমেন্ট এলাকায় লকডাউন কেন্দ্রের তরফে শিথিল করা হয়নি। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই জানিয়েছে স্বারাষ্ট্র মন্ত্রক। 

রাফল যুদ্ধ বিমানকে স্বাগত জানাল আমুল কন্যা, নেটিজেনদের ভালোবাসায় আপ্লুত আমুল গার্ল ..