সংক্ষিপ্ত
সমস্ত রাজনৈতিক দলগুলি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। সেইমত ব্যস্ততা বিজেপি শিবিরে। অন্যান্য দলের মতই বিজেপিও উত্তর প্রদেশ নির্বাচনে মহিলা উন্নয়নকেই গুরুত্ব দিয়েছে। কংগ্রেস যখন ৪০ শতাংশ মহিলা প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টার কার্ড খেলেছে তখন খুব একটা পিছিয়ে নেই বিজেপি। দলের নীতি ও আদর্শ প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিচ্ছে বিজেপির মহিলা সদস্যরা। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে বিজেপি মহিলা সদস্যদের নাম।
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Elections 2022) দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন বিজেপির (BJP) মহিলা সদস্যরা (Women Wing)। সেই তালিকায় আবার সামনের দিকে রয়েছে দলবদলু (came from other parties)মহিলা সদস্যরা। অর্থাৎ যাঁরা অন্যান্য দল থেকে দেশের ও মানুষের জন্য কাজ করার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা নিরন্তন প্রচেষ্টা করছেন বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে। মহিলাদের সম্পর্কিত বিষয় আলোকপাত করার পাশাপাশি দলের নীতি ও আদর্শের সঙ্গে তাল মিলিয়ে সেগুলি কার্যকর করার চেষ্টাও করছেন তাঁরা।
সমস্ত রাজনৈতিক দলগুলি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। সেইমত ব্যস্ততা বিজেপি শিবিরে। অন্যান্য দলের মতই বিজেপিও উত্তর প্রদেশ নির্বাচনে মহিলা উন্নয়নকেই গুরুত্ব দিয়েছে। কংগ্রেস যখন ৪০ শতাংশ মহিলা প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টার কার্ড খেলেছে তখন খুব একটা পিছিয়ে নেই বিজেপি। দলের নীতি ও আদর্শ প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিচ্ছে বিজেপির মহিলা সদস্যরা। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে বিজেপি মহিলা সদস্যদের নাম।
এক নজরে দেখে নেব বিজেপির প্রথমসারির মহিলা নেত্রীদের।
অপর্ণা যাদবঃ
উত্তর প্রদেশ নির্বাচনে মহিলা নেত্রীদের দলত্যাগের ক্ষেত্রে অপর্ণা যাদবের নাম সবথেকে বেশি আলোচনিত হয়েছিল। মুলায়ন সিং যাদবে পুত্রবধূ তিনি। অখিলেশ যাদবের ভাতৃবধূ। সম্প্রতি সমাজবাদী পার্টি থেকে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাঁর এই দলবদলের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে অখিলেশযাদবকে। যা রীতিমত অস্বস্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টির সুপ্রিমোর। কিন্তু গেরুয়া শিবিরে রীতিমত স্বস্তিতে রয়েছে অপর্ণা। তাঁকে ভোট প্রচারের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। জনগণের কাছে তাঁকে পৌঁছে দেওয়ার জন্য বিজেপি শিবিরও পুরোপুরি তৈরি।
অদিতি সিংঃ
রায়বেরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিং-ও বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। রায়বেরেলি এখনও পর্যন্ত কংগ্রেসের শক্ত ঘাঁটি। কংগ্রেসের থেকেও এই কেন্দ্র অদিতির পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়। তাঁর বাবাও এই কেন্দ্র থেকে ভোটযুদ্ধে জয়ী হয়েছিলেন। উত্তরাধীকার সূত্রে এই কেন্দ্র অদিতের কাছে খাস তালুক হিসেবেই পরিচিত। ২০২১ সালের ২৪ নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন অদিতি। আর কংগ্রেস ত্যাগ করেন ২০ জানুয়ারি ২০২২।
সংঘমিত্রা মৌর্যঃ
বুদাউন এর সাংসদ ও স্বামী প্রদাস মৌর্যের মেয়ে সংঘমিত্রা মৌর্য। বাবা বিজেপি ত্যাগ করলেও মেয়ে এখনও বিজেপির সক্রিয় সদস্য। পাশাপাশি দলবদলের প্রসঙ্গও উড়িয়ে দিয়েছেন তিনি। উত্তর প্রদেশ বিধানলভা নির্বাচনে বিজেপির গুরুত্বপূর্ণ মহিলা মুখও তিনি। দলের নীতি ও আদর্শ তুলে ধরছেন। একটা সময় ববার মতই মায়াবতীর বহুজন সমাজ পার্টির সদস্য ছিলেন সদস্য ছিলেন সংঘমিত্রা।
রীতা বহুগুণা জোশীঃ
প্রয়াগরাজের বিজেপি সাংসদ। উত্তর প্রদেশের বিজেপির মহিা নেত্রীদের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ মুখ। ২০১২ সাল লক্ষ্ণৌ ক্যান্টটনমেন্ট আসন থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। ২০১৭ সালের নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেলেন। সেই সয়ম হারিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রার্থী অপর্ণা যাদবকে। ২০১৯ সালে তিনি প্রয়াগরাজের সাংসদ হন। তবে বর্তমানে তিনি ছেলেন জন্য টিকিট চাইছেন। পাশাপাশি সাংসদ পদে ইস্তফা দিতেও প্রস্তুত বলে ঘনিষ্ট সূত্রে জানিয়েছেন।
Republic Day 2022 Speech: প্রজাতন্ত্র দিবস, আপনার সন্তানের প্রবন্ধ বা বক্তৃতায় এগুলি যেন বাদ না যায়
Punjab Election 2022: 'সিধুকে বাদ দেওয়ার পরই পাকিস্তানের বার্তা', হাটে হাঁড়ি ভাঙলেন ক্যাপ্টেন
Punjab Election 2022: ভোট প্রচারে রাহুল গান্ধী হলেন হাল্ক, চন্নি থর সেজে কাত করলেন শত্রুদের