ভারতের মানচিত্র বিকৃতির অপরাধ ট্যুইটার ইন্ডিয়ার এমডি মণীশ মাহেশ্বরীকে আটক উত্তর প্রদেশ পুলিশে এফআইআর দায়ের পরপর বিতর্কে নিজেকে জড়িয়েছে ট্যুইটার
একের পর এক সংঘাত। এবার সরাসরি আটক। ভারতের মানচিত্র বিকৃতির অপরাধে ট্যুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে আটক করল উত্তর প্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতের মানচিত্র বিকৃত করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বজরং দলের এক নেতা এই অভিযোগ দায়ের করেন পুলিশে। তার ভিত্তিতেই আটক করা হয়েছে মাহেশ্বরীকে।
Scroll to load tweet…
তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে। প্রথমে সোশ্যাল মিডিয়া গাইডলাইনে সরকারের সাথে সংঘাত, তারপর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনিতে প্রবীণ মুসলমানকে মারধর করার একটি জাল ভিডিও বানানো ভাইরাল করা, আর এবার ভারতের মানচিত্রকে বিকৃত করে ওয়েবসাইটে পোস্ট করার মতো ঘটনা। একের পর এক বিতর্কে নিজেকে জড়িয়েছে ট্যুইটার।
