ভারতে বসবাসকারী এক মার্কিন মহিলা, ক্রিস্টেন ফিশার, মাত্র ৫০ টাকায় আঙুলের ক্ষতের চিকিৎসা করিয়ে তাঁর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় জানান। আমেরিকার প্রায় ১.৭৭ লক্ষ টাকার খরচের সঙ্গে তুলনা করে ভারতের এই সুলভ স্বাস্থ্য পরিষেবা দেখে তিনি হতবাক হন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও। এক বিদেশি মহিলা জানালের তাঁর অভিজ্ঞতার কথা। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। সেখানে ভারতের চিকিৎসা ব্যবস্থার সুনাম করেছেন এক মহিলা।

তিনি জানান, ৫০ টাকায় সেরে গেল আঙুলের চোট। চিকিৎসা ব্যবস্থা এতটা সস্তা? এমনই প্রশ্ন তুললেন এক মার্কিন মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখানো বা কোনও হাসপাতালে ভর্তি হওয় সহজ হন। চাই কারি কারি টাকা। আর সেই সমস্যা মেটাতে সামান্য ডাক্তার দেখানো জন্য মেডিক্লেমই ভরসা আমেরিকানদের। কিন্তু ভারতে এই সবের প্রয়োজন নেই। ভারতে চিকিৎসা ব্যবস্থা একেবারে আলাদা।

চিকিৎসকরা আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যান। সেখানে আঙুলে ব্যান্ডেজ বেঁধে দেওয়া থেকে ওষুধ লাগিয়ে দেওয়া, সবই ওনারাই করেছেন। তবে আমি সবচেয়ে বেশি হতবাক। মিনিট ৪৫ ধরে চলা এই পরিষেবার খরচ পড়েছে মাত্র ৫০ টাকা।

এই একই পরিষেবা যদি আমেরিকায় পেতে হত, তা হলে ন্যূনতম ২ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা খরচ পড়ত। আর এই কারণেই ভারতের স্বাস্থ্য কাঠামো আমার এতটা পছন্দের।

মার্কিন যুবতীর নাম ক্রিস্টেন ফিশার। ক্রিস্টেন কয়েক বছর ধরেই ভারতে আছেন। এই দেশের সঙ্গে তার একটা আত্মীয় সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান। তিনি আর দেশে ফেরেননি। তিনি ভারতেই রয়ে গিয়েছে। কয়েকদিন আগেই বাড়িতে রান্নাবান্না করার সময় সবজি কাটতে গিয়ে ভুলবশত নিজের বুড়ো আঙুলে ছুরি তালিয়ে ফেলেন তিনি। গুরুতর ভাবে কিছু না হলেও, বেশ চোট পেয়েছিলেন ওই মহিলা।

এই সময় চিকিৎসকের দ্বারস্থ হন সেই মহিল। স্থানীয় একটি হাসপাতালে যান। সেখানের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় জানান। যা মুহূর্তে হল ভাইরাল। সেখানে তিনি জানান নিজের অভিজ্ঞতার কথা। যা মুহূর্তে হল ভাইরাল। ভারতের চিকিৎসা ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি। তিনি জানান কীভাবে অল্প খরচে ক্ষত সারিয়েছেন।