
Kanpur Blast : ভর সন্ধ্যায় হঠাৎ কেঁপে উঠল গোটা বাজার! ছুটে আসল পুলিশ! তারপর?
Kanpur Blast : কানপুরের মিশ্রি বাজারে আজ সন্ধ্যায় দুটি পার্ক করা স্কুটারে বিস্ফোরণে এক মহিলা সহ ৬ জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দল পৌঁছে তদন্ত শুরু করেছে।
Kanpur Blast : কানপুরের মিশ্রি বাজারে আজ সন্ধ্যায় দুটি পার্ক করা স্কুটারে বিস্ফোরণে এক মহিলা সহ ৬ জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দল পৌঁছে তদন্ত শুরু করেছে। আহতদের উরসুলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সবাই আশঙ্কামুক্ত। বিস্ফোরণটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা খতিয়ে দেখছে পুলিশ।