এক যুবক ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে বাঁচায়। মানসিক অবসাদের কারণে সে এই চেষ্টা করেছিল।

১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। ভাইরাল হল এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি বহুতল। তার ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে এক যুবক। তার শরীর বারান্দার বাইরে। হাত দিয়ে শুধু আটকে আছেন। সেই ব্যক্তির পরনে সাদা টি শার্ট আর কালো প্যান্ট। হঠাৎ দেখা যায় সিঁড়ি দিয়ে উঠছেন দুই ব্যক্তি। তারা পিছন থেকে সেই ব্যক্তিকে আটকে জোর করে বিল্ডিং-র ভিতর ঢুকিয়ে নিলেন। এক প্রকার হাড় হিম করা ভিডিও এটি। তবে, প্রতিবেশীদের সাহস দেখার মতো।

মাঝে মধ্যেই এমন অবাক করা ভিডিও ভাইরাল হয়। অনেক সময় ভিডিও বানিয়ে আত্মহত্যা করতে দেখা গিয়েছে অনেককে। সেই সকল ভিডিও মুহূর্তে নজর কাড়ে। তেমনই ভিডিও করতে গিয়ে প্রায় গিয়েছে অনেকেরই। তবে, এবার কারও আত্মহত্যা নয় বরং প্রতিবেশীদের তৎপরতা নজর কাড়ল। কীভাবে একজন বাঁচালেন তাঁরা তা দেখা চমক পেলেন সকলে।

Scroll to load tweet…

পুলিশ সূত্রে খবর, মানসিকভাবে অবসাদগ্রস্ত ওই যুবক। আগে নয়ডার সেক্টর ৪১-এ থাকতেন তিনি। সদ্য পরিবারের সঙ্গে অন্যত্র গিয়েছে। এদিন পরিবারের কাউকে না জানিয়ে বহুতলে গিয়েছিল যুবকটি। সেখানে আত্মহত্যা করতে চেয়েছিল। প্রতিবেশীদের তৎপরতায় তাঁর প্রাণ বেঁচে যায়।

এরকমই আরও একটি ভিডিও আগে ভাইরাল হয়েছিল। সেখানে জলাধারের সামনে একটি ঈগল পাখিকে দেখা গিয়েছিল। যে একটি বাচ্চাকে ছোঁ মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু, সে সময় এক ব্যক্তি বাঁচিয়ে দেয় মেয়েটিকে। আর এবারও প্রতিবেশীদের দৌলতে প্রাণে বাঁচল এই যুবক।