সংক্ষিপ্ত

দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতি দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। বহু বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিক জাতীয় স্মৃতি সৌধ ও ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণের বিষয়ে এই ওয়েবিনারে কথা বলতে উদ্যোগী হয়েছেন।

স্মৃতিস্তম্ভ এবং ঐতিহ্য সংরক্ষণের (preservation of monuments and heritage) বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা (global awareness ) তৈরি করার জন্য বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (National Memorial Authority)। কেন্দ্রের জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ বা ন্যাশনাল মনুমেন্টস অথরিটির (National Monuments authority) সহযোগিতায় ১১ই ফেব্রুয়ারী ২০২২ তারিখে 'সৌধ সংরক্ষণ এবং জাতীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য তাদের গুরুত্ব' বিষয়ে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মরণ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

স্মৃতিস্তম্ভ সংরক্ষণের জন্য এই ধরনের প্রথম ওয়েবিনার আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনারে বিশ্বের প্রায় ২০টি দেশ অংশ নিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, জাপান, ইরান, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, ভেনিজুয়েলা, ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ। আরো অনেক দেশ আছে যেগুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি স্মৃতিস্তম্ভ সংরক্ষণের উপর প্রথম বিশ্বব্যাপী ওয়েবিনার বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন - মোদীকে সাষ্টাঙ্গে প্রণাম, খুদের কীর্তি দেখে হাসি চাপতে পারলেন না প্রধানমন্ত্রীও

আরও পড়ুন - Statue Of Equality : 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি'-র উদ্বোধনে মোদী, দেশবাসীর জন্য দিলেন নতুন ঐক্যের বার্তা

আরও পড়ুন - কে ছিলেন রামানুজাচার্য, 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি’ উদ্বোধনে সাম্যের বার্তা মোদীর

দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতি দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। বহু বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিক জাতীয় স্মৃতি সৌধ ও ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণের বিষয়ে এই ওয়েবিনারে কথা বলতে উদ্যোগী হয়েছেন। অনেক দেশের স্মৃতি বিশেষজ্ঞরাও যোগ দেবেন এই ওয়েবিনারে। 

সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্ব বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি, সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, সংস্কৃতি ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সাংসদ বিনয় সহস্রবুদ্ধ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ওয়েবিনার উদ্বোধনে উদ্বোধনী ভাষণ দেবেন সংস্কৃতি সচিব গোবিন্দ মোহন।

এছাড়াও এখানে অংশ নেবেন ভুটান থেকে প্রখ্যাত সংরক্ষণ স্থপতি মিসেস পেমা, মিশর থেকে মোহাম্মদ রউফ বদরান, ইকুয়েডর থেকে ড. মারিয়া, ইরান থেকে ড. মোহাম্মদ হেকমত, জাপানের অধ্যাপক ড. মায়ানমারের আয়ুমু কোনাসুকাওয়া থেকে ডঃ পাইত ফিয়ো কিয়াও সহ বেশ কিছু বিশিষ্ট স্মৃতি বিশেষজ্ঞরা। জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের চেয়ারম্যান তরুণ বিজয় বলেছেন যে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ওয়েবিনার। মোদীর দ্বারা অনুপ্রাণিত একটি খুব অনন্য এবং অভূতপূর্ব আয়োজন। তিনি বলেন, ওয়েবিনারটি ফেসবুক, টুইটার এবং ইউটিউবে পণ্ডিত এবং আগ্রহী তরুণদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।