- Home
- India News
- Uttarkashi Flood: কেন বার বার উত্তরাখণ্ডে হচ্ছে হড়পা বান? মেঘ ভাঙা-ই বা বৃষ্টি কী? জেনে নিন বিস্তারিত
Uttarkashi Flood: কেন বার বার উত্তরাখণ্ডে হচ্ছে হড়পা বান? মেঘ ভাঙা-ই বা বৃষ্টি কী? জেনে নিন বিস্তারিত
মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তরকাশীর ধরালী গ্রাম। ৪ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে নিখোঁজ। উদ্ধারকাজ চলছে। জেনে নিন কেন বার বার উত্তরাখণ্ডে হচ্ছে হড়পা বান?

হড়পা বানে বিপর্যস্ত উত্তরকাশী
মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। মঙ্গলবার দুপুরের বিপর্যয়ে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালী গ্রাম। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪। তবে নিখোঁজ অনেক। জোড় কদমে চলছে উদ্ধার কাজ।
মেঘভাঙা বৃষ্টি কী?
মেঘভাঙা বৃষ্টি আদতে অতিভারী বৃষ্টিই। তবে সাধারণ বৃষ্টির থেকে এর ফারাক আছে। ১০০ বর্গ কিমি এলাকা জুড়ে এক ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি। মূলত পার্বত্য অঞ্চলে এই বৃষ্টি হয়। এর পর হড়পা বানের প্রবল সম্ভাবনা থাকে।
কেন হয় মেঘভাঙা বৃষ্টি ?
এই বিপর্যয়ের নেপথ্যে আছে কিউমুলোনিম্বাস মেঘ। কখনও কখনও একসঙ্গে অনেকটা উষ্ণ, আর্দ্র বাতাস পাহাড়ের ঢাল বেয়ে অপেক্ষাকৃত দ্রুত ওপরে উঠে আসে এবং ক্রমে ঠান্ডা মেধে পরিণত হয়। এক সময় মেঘ আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না। অল্প সময়ের মধ্যে তা বৃষ্টির আকার নেয়।
পাহাড়ে কেন হয় মেঘভাঙা বৃষ্টি?
ভারতের হিমালয়ের পাদদেশের পাহাড়ি এলাকায় ভূমিরূপ, বায়ুপ্রবাহ এবং উচ্চতাভেদে তাপমাত্রার পার্থক্যের কারণে প্রায়শই মেঘভাঙা বৃষ্টি হয়। সে কারণে হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড-সহ হিমালয়-সংলগ্ন রাজ্যগুলোতে এই বিপর্যয় বেশি দেখা যায়। মেঘভাঙা বৃষ্টির পরই দেখা যায় হড়পা বানের আশঙ্কা। কখনও কখনও ভূমিধসও নামে। সে কারণেই মেঘভাঙা বৃষ্টি এত বিপজ্জনক।
কবে কোথায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে?
গত এক দশকে একাধিকবার এমন মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। ২০১৩ সালের ১৬ জুন কেদারনাথে মেঘভাঙা বৃষ্টি হয়। সে সময় চার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ২০২১ সালে জোশীমঠের বিপর্যয় হয়। ২০২৪ সালে হড়পা বান হয়েছিল উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। এবছর জুনেরও হয়েছিল হড়পা বান। বুধবার দুপুরে ফের ঘটল এমন ঘটনা।
