8th Pay Commission কার্যকর হলে সরকারি কর্মীদের বিভিন্ন স্তরে কতটা বেতন বাড়বে জানেন?
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে, যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি করবে। এই কমিশন আগামী বছর থেকে কার্যকর হবে, এর ফলে বিভিন্ন স্তরের কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন-সহ বৃদ্ধি হবে ভাতা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগী কনফেডারেশন কেন্দ্রের কাছে যে প্রস্তাব দিয়েছে তাতেই বদলে যেতে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ।
আগামী বছর থেকেই কার্যকর হবে এই কমিশন। ফলে মোটা বেতন ও ভাতা হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা।
এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা সপ্তম বেতন কাঠামোয় বেতন ও ভাতা পাচ্ছেন যা কার্যকর হয়েছিল ২০১৬ সালে।
সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যা লেভেল ওয়ান-এ বেতন ৭০০০ টাকা ষষ্ঠ বেতন কমিশনের অধীনের থেকে ১৮০০০-এ বৃদ্ধি করেছে।
লেভেল ওয়ান এর মধ্যে পিয়ন, অ্যাটেনডেন্ট এবং সাপোর্ট স্টাফ রয়েছে।১৮,০০০ -এর মূল বেতন, ৫১,৪৮০ -এ সংশোধন করা হবে বলে আশা করা হচ্ছে , যা ₹ ৩৩,৪৮০ টাকা বৃদ্ধি ।
যাদের বেসিক পে ৪৭,৬০০ টাকা বেসিক পে তাদের লেভেল ৮ সিনিয়র সেকশন অফিসার এবং সহকারী অডিট অফিসারদের ৮৮,৫৩৬ বৃদ্ধি পেয়ে ১,৩৬,১৩৬ টাকা -বৃদ্ধি পেতে পারে ।
৫৩,১০০ টাকা বেসিক বেতন-সহ লেভেল নাইন এর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং অ্যাকাউন্টস অফিসারদের এটি ৯৮,৭৬৬ টাকা বৃদ্ধি করে ১,৫১,৮৬৬ -এ উন্নীত হতে পারে।
অবশেষে লেভেল ১০, যার মধ্যে রয়েছে গ্রুপ এ অফিসার যেমন সিভিল সার্ভিসে এন্ট্রি-লেভেল অফিসাররা যাদের বেসিক পে ৫৬১০০ টাকা বেসিক বেতন সহ তাদের বেতন ১,৬০,৪৪৬ টাকায় উন্নীত হতে পারে , যা ১,০৪,৩৪৬ টাকায় বৃদ্ধি হতে পারে ।
ফলে বোঝাই যাচ্ছে যে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে প্রতিটি স্তরের কর্মীদের বেশ বাড়তি টাকা হাতে আসবে। এর ফলে যেমন কর্মীদের লাভ সেরকমই পেনশনভোগীরাও লাভবান হবেন।