- Home
- India News
- কোন কোন ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে নিরাপদ? উঠে গেলেও ফিরে পাবেন জমানো পুঁজি, বিশেষ তালিকা জানাল RBI
কোন কোন ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে নিরাপদ? উঠে গেলেও ফিরে পাবেন জমানো পুঁজি, বিশেষ তালিকা জানাল RBI
- FB
- TW
- Linkdin
এই তিন ব্যাঙ্ক ছাড়া অন্য যেকোনও ব্যাঙ্কে টাকা রাখলেই উধাও হয়ে যেতে পারে আপনার সঞ্চিত টাকা।
কোনও কারণে ব্যাঙ্ক উঠে গেলে জমানো এক টাকাও ফেরত পাবেন না গ্রাহকরা।
তাই সবচেয়ে নিরাপদ হিসাবে তিনটি ব্যাঙ্ককে চিহ্নিত করছে RBI। এইসব ব্যাঙ্কে টাকা রাখলে কখনও জমানো টাকার লোকসান হবে না।
যদিও সমস্ত ব্যাঙ্কই RBI-এর নিয়ম মেনেই পরিষেবা দেয়। কিন্তু বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে যা বিড়াট কোনও আর্থিক ক্ষতির কারণে উঠে গেলেও টাকা ফেরত পাবেন তাদের গ্রাহকেরা।
অবশ্য এক্ষেত্রে রয়েছে আরও একটি নিয়ম, RBI-এর নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে জমানো অর্থের।
কোনও ব্যাঙ্ক ডুবে গেলে যত টাকাই জমানো থাক না কেন মোটে ৫ লক্ষ টাকা ফেরত পাবেন। তবে তার থেকে কম টাকা জমানো থাকলে পুরো টাকাই ফেরত দেবে ব্যাঙ্ক।
এর মধ্যে সবথেকে নিরাপদ তিনটি ব্যঙ্ককে চিহ্নিত করেছে RBI। আসুন জেনে নেওয়া যাক সেই তিন ব্যাঙ্কের তালিকা।
এর মধ্যে সবার প্রথমে রয়েছে ডোমেস্টিক সিস্টেম্যাটিকালি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক।
যদি কোনও কারণে এই ব্যাঙ্কগুলি ডুবেও যায়। সরকার এদের যেভাবেই হোক বাঁচানোর চেষ্টা করবে সরকার।
এ ছাড়া রয়েছে, SBI-অর্থাৎ স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC-এইচডিএফসি ও PNB- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।