হলদুয়ানির অ্য়াল্ট্রাটেক কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ার যোগেশ দীপাবলির ছুটি কাটাতে আগ্রার বাড়িতে গিয়েছিলেন। সোমবার গভীর রাতে বারহানের খেদিআদু গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

ভয়ঙ্কর ঘটনা আগ্রায়। বোনকে বিয়ে করতে অস্বীকার করায় বৌদি দেওয়রের গোপনাঙ্গ কেটে দিল। জখম ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় আগ্রা এসএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় আক্রান্ত যুবককে পাঠান হয়েছে দিল্লির এইমস হাসপাতালে।

অপরাধের খবর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদুয়ানির অ্য়াল্ট্রাটেক কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ার যোগেশ দীপাবলির ছুটি কাটাতে আগ্রার বাড়িতে গিয়েছিলেন। সোমবার গভীর রাতে বারহানের খেদিআদু গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ যোগেশের বড়ভাই রাজহবাদাদুরের স্ত্রী অর্চনাকে গ্রেফতার করেছে।

বিয়ে নিয়ে সমস্যা

পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছিল অর্চনা চেয়েছিল যোগেশ আর তাঁর বোনের বিয়ে হোক। কিন্তু তাতে যোগেশ রাজি ছিল না। মৈইনপুরীর একটি মেয়েকে বিয়ে করবে বলে স্থির করেছিল যোগেশ। এতে অর্চনা রীতিমত বিরক্ত হয়ে যায়। সেই কারণেই দীপাবলির রাতেই যোগেশকে নিজের ঘরে ডেকে পাঠায়। সেখানেই চুরি দিয়ে যোগেশের গোপনাঙ্গে আঘাত করে।

যোগেশের চিৎকার শুনে ছুটে আসে পরিবারের বাকি সদস্যরা। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরই যোগেশের দাদা অর্চনা আর তার সন্তানদের বাপের বাড়ি পাঠিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়েই অর্চনা আর তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামের অনেকের কথায় হামলার আগে যোগেশ তার বৌদির ঘরে ঢুকেছিল। কিন্তু কেন ঢুকেছিল তা স্পষ্ট নয় বলেও মনে করছেন। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।