সংক্ষিপ্ত

  • উত্তরপ্রদেশে চিকিৎসা ক্ষেত্রে ফের অব্যবস্থার ছবি
  • সরকারি হাসপাতাল ফেরাল প্রসূতিকে
  • হাসপাতালের পাশে রাস্তায় জন্ম হল শিশুর
  • যোগীরাজ্যে আগেও এমন ঘটনার উদাহরণ রয়েছে


বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ফের সাক্ষী থাকল এক লজ্জাজনক ঘটনার। বাহরিচ জেলার সরকারি হাসপাতালের বাইরে সন্তানের জন্ম দিলেন এই প্রসূতি। 

জানা গেছে সরকারি হাসপাতালের কর্মীরা প্রসূতি ওই মহিলাকে ভর্তি নিতে অস্বীকার করেন। এমনকি পাশে দাঁড়াননি চিকিৎসকরাও। বিষয়টি সামনে আসার পর হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডিকে সিং জানান মহিলা হাসপাতাল চত্বরের বাইরে থাকায় তাঁকে ভর্তি নিতে চায়নি। এই বিষয়ে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফুটে উঠল দিল্লির হিংসার আরও এক নৃশংস রূপ, রেহাই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধাও

তিনি বলেন, " হাসপাতাল চত্বরের বাইরে ছিলেন ওই মহিলা, তাই হাসপাতাল কর্মীরা তাঁকে ভর্তি নেয়নি। আমি দোষীদের বিরুদ্ধে কড়া শান্তি নেব।"

 

 

তবে যোগী আদিত্যনাথের রাজ্যে এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থার অভিযোগ উঠেছে বারবার। 

আরও পড়ুন: গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব, রাঁচির হাসপাতালে গঠিত হল ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড

২০১৯ সালের অগস্টে রাম মনোহর লোহিয়া হাসপাতালের বারান্দায় সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। সেই সময়ই চিকিৎসকার তাঁকে হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করেছিল। যুক্তি হিসাবে হাসপাতালে বেড না থাকার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা।