সংক্ষিপ্ত

হাসপাতালে আলাপ হওয়া মহিলা তুলে নিয়ে যায় ২ মাসের শিশুকে। উদ্দেশ্য ছিল মৃত বাবাকে ফিরিয়ে আনার জন্য নরবলি দেওয়ার। কিন্তু দিল্লি পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচে শিশুর।

 

অন্ধ-কুসংস্কারের বশবর্তী হয়ে নরবলির দেওয়ার ঘটনা প্রায় প্রায় সামনে আসছে। সম্প্রতি কেরলের মত শিক্ষিত রাজ্যে নরবলি দেওয়ার ঘটনা সামনে এসেছে। এবার এল জাতীয় রাজধানী দিল্লিতে। যদিও বলি দেওয়ার আগেই আততায়ীর চাল ভেস্তে দিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। যাকে নরবলি দেওয়ার জন্য অপহরণ করা হয়েছে।

মৃত বাবাকে পুনরুজ্জীবিত করার জন্য দিল্লির এক মহিলা একটি শিশুকে অপহরণ করেছিল। কারণ বৃহস্পতিবার গাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় দুই মাসের শিশুটি। শিশুটির বাবা ও মা পুলিশের দ্বারস্থ হয়। নিখোঁজ ডায়েরি করে। তারপরই শুরু হয় তদন্ত।

শিশুটির মায়ের সন্দেহ হয়েছিল সফদরজং হাসপাতালে দেওয়া হওয়া মহিলার ওপর। অপহৃত শিশুটির মা দিল্লি পুলিশকে জানিয়েছিল। বলেছিল, হাসপাতালে আসা এক মহিলা তাঁর শিশুকে তুলে নিয়ে গেছে। মহিলা নিজেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে পরিচয় দিয়েছিল। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মহিলা তাদের পিছু নিয়েছিল। মহিলা নাা অজুহাতে তাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেছিল বলেও নিখোঁজের মা পুলিশকে জানিয়েছিল।

সেইমত পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে মহিলাকে সনাক্ত করে। তারপর বাড়ি থেকে মহিলাকে গ্রেফতার করে ও শিশুটিকে উদ্ধার করে। ফিরিয়ে দেয় মায়ের কোলে।

শিশুটির মা জানিয়েছেন বাড়ি ফেরার পরের দিনই ওই মহিলা তার শিশুকে তুলে নিয়ে যায়। পুলিশের মত মহিলার বাবা মারা গিয়েছে। কিন্তু নরবলি দিয়ে সে তার বাবাকে ফিরিয়ে আনতে চায়। সেই কারণেই অপহরণ করেছিল। অভিযুক্ত মহিলার নাম শ্বেতা। বছর ২৫এর এই মেয়েটির বাবা ছাড়া আর কেউ ছিল না। তাই বাবার মৃত্যুর পর মানসিক অবসাদে ভুগছিল মহিলা। পুলিশ সূত্রের খবর মহিলা প্রতিবেশী ও আত্মীদের সঙ্গে তেমনভাবে যোগাযোগ রাখত না। কারও সঙ্গে যোগাযোগ না রাখায় মহিলা সম্পূর্ণ একা হয়ে যায়। সূত্রের খবর মহিলার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সম্প্রতি কেরলের কোচিতে দুই মহিলাকে নরবলি দেওয়ার ঘটনা প্রকাশ্য়ে এল। জানা গিয়েছে যেখানে এই ঘটনা ঘটেছে সেটি এরনাকুলাম জেলার থিরুভাল্লা। এখন পর্যন্ত যা খবর তাতে কোনও পুজোর অঙ্গ হিসাবে কিছু আচার বিধি পালন করা হচ্ছিল। সেখানেই এই দুই মহিলাকে বলি দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরল। আজ থেকে নয় ইউনেস্কোর বিচারেও এর জন্য বিশ্বজুড়ে সম্মানিত হয়েছে কেরল। তাদের শিক্ষার হার নিয়ে বরাবারই নানা কাহিনি চারিদিকে ছড়িয়ে গিয়েছে। সেই রাজ্যে নরবলির মতো নৃশংস ঘটনা কেরলের শিক্ষিত মানসিকতার উপরে এক কড়া থাপ্পড় বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ

গুজরাট নির্বাচনে ১২৫টি আসন পাবে কংগ্রেস, দলীয় ইস্তেহারে ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি

রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, ঘরে-বাইরে চাপে পড়ে অখিল গিরি বললেন 'রাগের বশে এমন কথা'

'প্রত্যেক দিন ২-৩ কিলো গালি হজম করি, ভগবান তেমনই আশীর্বাদ করেছেন' - তেলাঙ্গনায় বললেন মোদী