Scheme: মহিলারা পাবেন ১০০০ টাকা করে পেনশন, বছর শেষে বিরাট চমক রাজ্য সরকারের
কেরালা রাজ্যে মহিলাদের জন্য স্ত্রী সুরক্ষা প্রকল্প নামে একটি নতুন পেনশন স্কিম চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে, ৩৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

বিরাট খবর রাজ্যের মহিলাদের জন্য। এবার মহিলারা পাবেন ১০০০ টাকা করে পেনশন। এমনিতেও রাজ্যে মহিলাদের জন্য রয়েছে নানান সুবিধা। চালু আছে ভাতা ও প্রকল্প। এবার এই তালিকায় সংযোগ হল নয়া প্রকল্প। যা চালু হচ্ছে শুধু মহিলাদের জন্য। এবার রাজ্যের মহিলাদের দওয়া হবে ১০০০ টাকা করে পেনশন।
এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল সেই সব নারী এবং ট্রান্সজেন্ডারদের আর্থিক নিরাপত্তা প্রদান করা। তাদের সামনে নতুন আয়ের উৎস নিয়ে আছে। এই প্রকল্পের নাম স্ত্রী সুরক্ষা প্রকল্প। এর দ্বারা মহিলারা পাবেন ১০০০ টাকা করে ভাতা। সুবিধাভোগীরা প্রতি মাসে অ্যাকাউন্টে পাবেন টাকা।
অক্টোবরেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সরকারের বিশ্বাস, আর্থিক সহায়তা মহিলাদের মর্যাদাপূর্ণভাবে বাঁচতে করতে সাহায্ করবে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা মাসে মাসে পাবেন ১০০০ টাকা। এই প্রকল্পের অধীনে ৩৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাবেন এই সুবিধা। তাদের দেওয়া হবে পেনশন।
সরকারের অনুমান রাজ্যের প্রায় ৩১.৩৪ লক্ষ মহিলা উপকৃত হবেন। এই প্রকল্প চালু হচ্ছে কেরালায়। সেখানে বার্ষিক বাজেটে প্রায় ৩,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের তহবিল সরাসরি সুবিধোভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে।
এখন প্রশ্ন হল কারা পাবেন এই সুবিধা। যারা বিধবা পেনশন, অবিবাহিত মহিলা পেনশন, প্রতিবন্ধী পেনশন, পরিষেবা পেনশন, পারিবারিক পেনশন বা ইপিএফ পাচ্ছেন তারা পাবেন না এই সুবিধা। যাদের অন্ন যোজনার অধীন হলুদ কার্ড ও অগ্রাধিকার বিভাগেল অধীন গোলাপী কার্ড আছে তারা পাবেন এই সুবিধা।

