সংক্ষিপ্ত

  • আকাশে উড়তেই বিপত্তি
  • মাঝ আকাশে খুলে গেল বিমানের চাকা
  • এয়ার কানাডার  বিমানে আতঙ্কে যাত্রীরা
  • ভয়ঙ্কর মুহুর্তের ছবি হল ভাইরাল
     

মন্ট্রিল থেকে  বোগোটিভা যাওয়ার জন্য রওনা দিয়েছিল এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান। কিন্তু আকাশে উড়তেই বিপত্তি। টেক অফের কিছুক্ষণ পরেই মাঝ আকাশে খুলে যায় বিমানের একটি চাকা। জরুরী ভিত্তিতে ট্রুডেই বিমানবন্দরে অবতরণ করতে হয় বিমানটিকে।

আরও পড়ুন : সোলেমানির শেষকৃত্যে জনসমুদ্র ইরানে, আমেরিকাকে শেষ করার হুমকি কন্যার

বিমানটিতে তখন যাত্রী ছিলেন ৪৯ জন। বিমান কর্মী ছিলেন ৩ জন। মাঝ আকাশে চাকা খুলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পাইলট ফের মন্টিলের দিকে রওনা দেন। শেষপর্যন্ত অবশ্য নিরাপদেই ল্যান্ড করানো সম্ভব হয় বিমানটিকে। এক্ষত ছিলেন সকল যাত্রীই।

আরও পড়ুন : কেক খেয়ে বললেন 'টেস্টি', নিজের ১১৭ তম জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে প্রবীণা জাপানের কানে তানাকা

মাঝ আকাশে বিমানের চাকা খুলে যাওয়া সেই দৃশ্য বিমান থেকেই ভিডিও করেছিলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় তা দিতেই ভাইরাল হয়ে যায়। যাত্রীটি ক্যাপশেন লিখেছিলেন, " আমি বর্তামানে এমন একটি বিমানে সফর করছি যার চাকা খুলে গিয়েছে।"

 

তবে অভিজ্ঞ পাইলটের বিপদের গন্ধ পেতে দেরি হয়নি। তিনিই বিচক্ষণতার সঙ্গে বিমানটিকে অবতরণ করান। প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীও।