সংক্ষিপ্ত

Bangladesh News: পদ্মাপাড়ে অব্যাহত নৈরাজ্যের আবহাওয়া (Bangladesh)। আগামী জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে হতে পারে সেদেশের সাধারণ নির্বাচন। সেই আবহে এবার নতুন বিতর্কের সূত্রপাত বাংলাদেশে। আরও জানতে বিশদে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                       

Bangladesh News: পদ্মাপাড়ে অব্যাহত নৈরাজ্যের আবহাওয়া (Bangladesh)। আগামী জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে হতে পারে সেদেশের সাধারণ নির্বাচন। সেই আবহে এবার নতুন বিতর্কের সূত্রপাত বাংলাদেশে। পড়শি দেশজুড়ে একদিকে যখন বাড়ছে সেনার সক্রিয়তা ঠিক তখনই বাংলাদেশের নতুন রাজনৈতিক দল NCP-সুর চওড়া হচ্ছে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে।

জানা গিয়েছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' (NCP) প্রথম থেকেই আওয়ামী লীগ (Awami League) দলের বিরোধিতা করে আসছে। আসন্ন ভোটে যাতে হাসিনার দল লড়তে না পারে তার জন্যও সবরকম ফন্দি আঁটছে এই জাতীয় নাগরিক পার্টি। সূত্রের খবর, বৃহস্পতিবার এই দলের শীর্ষ নেতারা জানিয়েছেন তাঁরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান। এর জন্য তারা আইনি পথেও হাঁটবেন বলেও জানিয়েছেন।

অন্যদিকে গত সপ্তাহে বাংলাদেশের ছাত্রনেতাদের একাংশ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে হাসিনার সঙ্গে দালালি করার অভিযোগ তুলে সরব হয়েছিল। এমনকি ঢাকায় সেনানিবাস গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল কয়েক জন ছাত্রনেতার তরফে। সেই সময় এনসিপির প্রধান হাসনাত আবদুল্লা ও সার্জিস আলম বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জাানা গিয়েছে, ওই বৈঠক থেকে সেনা প্রধান NCP-নেতাদের স্পষ্ট জানিয়ে দেন যে, আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহন করতে পারেন। কিন্তু পুরো আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে তারা পারবেন না। যদিও সেনা প্রধানের এই বক্তব্যের পর কিছুটা আশ্বস্ত হন এনসিপির নেতাদের একাংশ।

এদিকে NCP ও সেনার বৈঠককে সমর্থন জানিয়েছে আমেরিকা (America News)। সম্প্রতি ঢাকা সফরে আসেন মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কম্যান্ডিং জেনারেল জোয়েল পি। তিনি আওয়ামী লীগ ইস্যুতে বাংলাদেশ সেনা প্রধানের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, আমেরিকা ও বাংলাদেশ সম্পর্কের জোরদারের বিষয়ে সহমত জানিয়েছেন দুই পক্ষই। এছাড়াও বাংলাদেশকে বিপর্যয় মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে আমেরিকা।

অন্যদিকে, একই দিনে লাল চিন সফরে গিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। চিনের হাইনান প্রদেশের এক সম্মেলনে যোগ দিয়ে ইউনূস এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্কের সুস্পষ্ট রূপরেখা তৈরির বার্তা দিয়েছেন। একদিকে ইউনূস যখন চিনে তখন অন্যদিকে বাংলাদেশকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে আমেরিকা। এই আবহে এখন দেখার কোন দিকে যায় ঢাকার বিদেশনীতি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।