সংক্ষিপ্ত
এখনও অশান্ত বাংলাদেশ।
রাজশাহীতে ভূট্টা ক্ষেত থেকে উদ্ধার হয়েছে অল্প বয়সী এক হিন্দু বধূর গলাকাটা নগ্ন দেহ। অন্যদিকে, সাতক্ষীরায় মাঠের মাঝে গাছ থেকে গলায় ফাঁস দেওয়া এক হিন্দু যুবকের দেহ ঝুলতে দেখা গেছে। সেইসঙ্গে, লাগাতার চলছে মুর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
হিন্দু নিউজের ফেসবুক পেজ থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ এলাকায় ভূট্টা ক্ষেতে বিবাহিত শাখা পড়া হিন্দু নারীর বিবস্ত্র গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গণধর্ষণ এবং হত্যার শিকার উজ্জ্বল গৌড় বর্ণের হিন্দু নারীর হাতে সাদা শাখা পলাও রয়েছে। সেই পেজে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা আশাশুনি থানা গ্রাম এলাকার লাঙ্গলদাড়িয়া নিবাসী বাবু নিরঞ্জন সরকারের একমাত্র পুত্র অনিমেষ সরকারকে কেউ বা কারা মেরে দড়িতে ঝুলিয়ে দিয়ে গেছে। তিনি ছিলেন পেশায় একজন সাইকেল মিস্ত্রি।
গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁকে খুন করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলারয় ১৫০ বছরের পুরনো মনসা শিব নাগ মন্দিরে অগ্নিসংযোগ এবং চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারী ভোর রাতের দিকে। রাতের অন্ধকারে কেউ বা কারা যেন আগুন লাগিয়ে দেয় ঐ প্রাচীন মন্দিরে।
এই মন্দিরটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলোর সরারচর ইউনিয়নে উত্তর সরারচর গ্রামে অবস্থিত। সেখানে আরও বলা হয়েছে যে, শনিবার রাতে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে খুলনার শীতলাবাড়ি মন্দির ও অফিসে ভাঙচুর চালিয়ে নগদ টাকা লুট করে একদল দুষ্কৃতি।
সেই একই রাতে আবার টাঙ্গাইল জেলার তারটিয়া এলাকায় এক শিল্পির তৈরি করা সমস্ত সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে । ভয়েস অফ বাংলাদেশি হিন্দাসের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে,গত ২৪ ঘন্টায়, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার বেশ কয়েকটি ভয়াবহ ঘটনা: খুলনায় গুলিবিদ্ধ অর্ণব কুমার সরকার। টাঙ্গাইলে সরস্বতী মূর্তি ভাংচুর। কুতুবপুরে হিন্দু বাড়ি ও জমি দখল। সাতক্ষীরায় অনিমেষ সরকারকে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কিশোরগঞ্জের মনসা মন্দিরে আগুন। শিতলা বাড়ি মন্দিরে ছাত্র উপদেষ্টার হামলা।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।