সংক্ষিপ্ত
বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার - উজ - জামান সম্প্রতি সেদেশের প্রথম সারির দৈনিকে একটি সাক্ষাৎকার দেন।
শেখ হাসিনা সরকারের পতনে পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। যা এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশের ভারত বিরোধী মনভোব ক্রমশই প্রকাশ্যে আসছে। ভারত বিরোধিতার কারণে হিন্দুদের ওপর অত্যাচারও বাড়ছে। এই অবস্থায় ভারত - বাংলাদেশ দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বললেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার - উজ - জামান।
বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার - উজ - জামান সম্প্রতি সেদেশের প্রথম সারির দৈনিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানেই তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ওপর কতৃত্ব করছে ভারত- এটা যেন কেউ মনে না করে। প্রথম আলো- কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, 'সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না। আমরা প্রাপ্য জল পাব। এতে তো কোনও অসুবিধে নেই।' বাংলাদেশের সেনাপ্রধানের কথায় ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের। অনেকক্ষেত্রেই বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। আবার অনেকক্ষেত্রে বাংলাদেশের থেকে সুবিধে পায় ভারত। তিনি বলেন 'এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এদিয়ে যেতে হবে।' এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি।
শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যখন উত্তাল হয়েছিল বাংলাদেশ সেই সময় শেখ হাসিনার থেকে সেনার হাতে ক্ষমতা নেওয়ার অন্যতম কারিগর ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি হাসিনা পতনের পর প্রথম সাংবাদিক সম্মেলন করেছিলেন। শোনাযায় তার হাতেই নাকি পদত্যাগ পত্র দিয়েছিলেন হাসিনা। কিন্তু তার কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। কারণ বাংলাদেশের প্রশাসনের দাবি হাসিনার পদত্যাগপত্র হারিয়ে গেছে।