সংক্ষিপ্ত

পুজোর মরশুমে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি বন্ধ রাখবে বাংলাদেশ, কিন্তু একইসাথে চলবে ডিম, আলু, পেঁয়াজ আমদানি। বাংলাদেশের এই কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর সময় পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি করবে না। কিন্তু নিজেদের খাদ্যাভাব মেটাতে সেই পশ্চিমবঙ্গ থেকেই ডিম, আলু, পেঁয়াজ আমদানি করবে। এই কৌশল নিয়ে চলছে বাংলাদেশ সরকার। ইলিশ রফতানি না করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দেওয়া হচ্ছে, বাংলাদেশে ইলিশের জোগান কমে গিয়েছে। দেশের বাজারের চাহিদা মেটাতেই ইলিশ রফতানি করা হচ্ছে না। কিন্তু আসল কারণ হল, ভারত-বিরোধিতার জন্যই পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাচ্ছে না বাংলাদেশ সরকার। সে কথা অবশ্য মুখে স্বীকার করছে না তারা। বরং কাঁদুনি গেয়ে পশ্চিমঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলি থেকে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী আমদানি অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এ যেন ঠিক 'ওয়ান ওয়ে ট্র্যাফিক।' বাংলাদেশ থেকে ভারতে কোনও পণ্য আসবে না, শুধু ভারত থেকে সব বাংলাদেশে যাবে। কেন্দ্রীয় সরকার এখনও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে ইলিশ রফতানি বন্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষোভ বাড়ছে।

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আলু রফতানি হবে?

পশ্চিমবঙ্গের বাজারে এখন প্রতি কেজি আলু ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আলুর জোগান স্বাভাবিক রাখতে ভিনরাজ্যে রফতানি বন্ধ রেখেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আলু রফতানি করা হবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তবে ভারত থেকে আলু-পেঁয়াজ আমদানি করতে না পারলে বাংলাদেশে হাহাকার পড়ে যাবে। এই কারণে এখন ভারতের অনুনয় করছে বাংলাদেশ

আমদানিতে ভারত-বিরোধিতা নেই

বাংলাদেশে এখন ভারত-বিরোধিতা চরমে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভারত ও ভারতীয়দের গালিগালাজ করে চলেছে বাংলাদেশীরা। কিন্তু সেই ভারতের পাঠানো ডিম, আলু, পেঁয়াজ খেতে বাংলাদেশীদের কোনও আপত্তি নেই। শুধু রফতানিতেই আপত্তি, আমদানিতে কোনও সমস্যা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নেতৃত্বে কোটা-বিরোধী আন্দোলনের সমন্বয়ক, ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ

বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে জারি করা হল ভয়ঙ্কর ফতোয়া, পুজো হলেও বাজানো যাবে না ঢাক-ঢোল!

পুজোয় পাতে উঠবে না পদ্মার ইলিশ! বাংলাদেশের সরকার ভারত বিরোধী জনমতের চাপ সামলাতেই ব্যস্ত